নাটোরে ভটভটি নিয়ন্ত্রণ হারিয়ে স্বামী ও স্ত্রী নিহত হয়েছেন। এ ছাড়া বরিশাল, নেত্রকোনা ও কুমিল্লার দাউদকান্দিতে সড়কে প্রাণ গেছে আরও তিনজনের। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের খবর- নাটোর : লালপুরে মৃত আত্মীয়কে দেখতে যাওয়ার পথে ঘন কুয়াশায় নিয়ন্ত্রণ হারিয়ে ভটভটি উল্টে স্বামী ও স্ত্রীর মৃত্যু হয়েছে। বানেশ্বর-ঈশ্বরদী আঞ্চলিক মহাসড়কে উপজেলার দক্ষিণ লালপুর গ্রামে গতকাল সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ওই এলাকার খায়েজ মোল্লার ছেলে চান্দু মোল্লা (৬২) ও তার স্ত্রী আরবী বেগম (৪৫)। পুলিশ জানায়, বৃহস্পতিবার সকাল ৭টার দিকে বাড়ি থেকে আজিমনগর রেল স্টেশনে যাওয়ার জন্য বের হন চান্দু ও আরবী। বানেশ্বর-ঈশ্বরদী আঞ্চলিক মহাসড়কে দক্ষিণ লালপুর ফিলিং স্টেশনের কাছে তাদের বহনকারী ভটভটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। ঘটনাস্থলেই চান্দু মোল্লা মারা যান। আরবীকে লালপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বরিশাল : উজিরপুরে ইটবোঝাই ট্রলিচাপায় নুসরাত আক্তার (১২) নামে এক শিশু নিহত হয়েছে। উজিরপুর-সাতলা সড়কের শাকরাল এলাকায় গতকাল বিকালে এ দুর্ঘটনা ঘটে। এ সময় স্থানীয়রা ট্রলিটিতে আগুন ধরিয়ে দেন। নিহত নুসরাত শাকরাল গ্রামের সোহরাব হাওলাদারের মেয়ে এবং স্থানীয় বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী। নেত্রকোনা : কলমাকান্দায় গতকাল সিএনজিচালিত অটোরিকশাচাপায় নিহত হয়েছেন তারা বানু (৭০) নামে এক বৃদ্ধা। তিনি উপজেলা সদরের পাচুড়া গ্রামের বাসিন্দা। দুপুরে গুতারা বাজার থেকে বাড়ি ফিরছিলেন তারা বানু। রাস্তা পার হওয়ার সময় সিএনজির ধাক্কায় আহত হন তিনি। তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। দাউদকান্দি : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দিতে অজ্ঞাত গাড়ির ধাক্কায় মারা গেছেন সৃজন দেবনাথ জয় (৩০) নামে এক যুবক। তিনি নরসিংদীর ঘোরাশাল পৌরসভার রঞ্জিত চন্দ্রের ছেলে। হাইওয়ে পুলিশ জানায়, সৃজন প্রাইভেট কারে কুমিল্লা থেকে নরসিংদী যাচ্ছিলেন। দাউদকান্দির বেকিনগরে ভোর ৬টার দিকে প্রাইভেট কারটির চাকা পাংচার হয়। তিনি গাড়ি থেকে নেমে সেই সমস্যা দেখছিলেন। তখন একটি গাড়ি তাকে ধাক্কা দেয়।
শিরোনাম
- গণতন্ত্রের পথ থেকে বিচ্যুত হওয়ার সুযোগ নেই : আমীর খসরু
- চট্টগ্রাম কারাগারে কয়েদির মৃত্যু
- নিউক্যাসল বাংলাদেশ কমিউনিটির ১০ বছর পূর্তি উদযাপন
- বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক জোরদারে আগ্রহী কানাডা
- শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশে শিক্ষার পরিবেশ আনন্দদায়ক হতে হবে : গণশিক্ষা উপদেষ্টা
- রাজনীতিতে সহনশীলতা না থাকায় সমাজে অসহিষ্ণুতা বাড়ছে : রিজভী
- শেরপুরের চরাঞ্চলে ব্রিজের অভাবে চরম ভোগান্তি
- মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আওয়াজ তুলতে হবে: এ্যানি
- রাতে ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে বিএনপির বৈঠক
- নিয়ন্ত্রণ হারিয়ে শপিং কমপ্লেক্সে অটোরিকশা, আহত ২
- চুয়াডাঙ্গায় বাসের ধাক্কায় নারীর মৃত্যু, আহত ২
- পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাই, গ্রেপ্তার ১১
- ভূমিকম্প আতঙ্কে ৬ দিনের জন্য বন্ধ জবি
- বিশ্বের বিভিন্ন স্থানে ২৪ ঘণ্টায় ৯৪ ভূমিকম্প
- বিশাল জয়ে মুশফিকের শততম টেস্ট রাঙালো বাংলাদেশ
- ঢাবির প্রভোস্ট কমিটির জরুরি সভায় তিন সিদ্ধান্ত
- রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৮
- নতুন করে ন্যান্সি-ইমরান গাইলেন সেই কালজয়ী গান
- খুচরা সার ডিলার বহাল রাখার দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন
- শেখ হাসিনা-জয়-পুতুলের বিরুদ্ধে পৃথক তিন মামলার রায় ২৭ নভেম্বর
সড়কে স্বামী-স্ত্রীসহ নিহত ৫
প্রতিদিন ডেস্ক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর