নাটোরে ভটভটি নিয়ন্ত্রণ হারিয়ে স্বামী ও স্ত্রী নিহত হয়েছেন। এ ছাড়া বরিশাল, নেত্রকোনা ও কুমিল্লার দাউদকান্দিতে সড়কে প্রাণ গেছে আরও তিনজনের। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের খবর- নাটোর : লালপুরে মৃত আত্মীয়কে দেখতে যাওয়ার পথে ঘন কুয়াশায় নিয়ন্ত্রণ হারিয়ে ভটভটি উল্টে স্বামী ও স্ত্রীর মৃত্যু হয়েছে। বানেশ্বর-ঈশ্বরদী আঞ্চলিক মহাসড়কে উপজেলার দক্ষিণ লালপুর গ্রামে গতকাল সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ওই এলাকার খায়েজ মোল্লার ছেলে চান্দু মোল্লা (৬২) ও তার স্ত্রী আরবী বেগম (৪৫)। পুলিশ জানায়, বৃহস্পতিবার সকাল ৭টার দিকে বাড়ি থেকে আজিমনগর রেল স্টেশনে যাওয়ার জন্য বের হন চান্দু ও আরবী। বানেশ্বর-ঈশ্বরদী আঞ্চলিক মহাসড়কে দক্ষিণ লালপুর ফিলিং স্টেশনের কাছে তাদের বহনকারী ভটভটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। ঘটনাস্থলেই চান্দু মোল্লা মারা যান। আরবীকে লালপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বরিশাল : উজিরপুরে ইটবোঝাই ট্রলিচাপায় নুসরাত আক্তার (১২) নামে এক শিশু নিহত হয়েছে। উজিরপুর-সাতলা সড়কের শাকরাল এলাকায় গতকাল বিকালে এ দুর্ঘটনা ঘটে। এ সময় স্থানীয়রা ট্রলিটিতে আগুন ধরিয়ে দেন। নিহত নুসরাত শাকরাল গ্রামের সোহরাব হাওলাদারের মেয়ে এবং স্থানীয় বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী। নেত্রকোনা : কলমাকান্দায় গতকাল সিএনজিচালিত অটোরিকশাচাপায় নিহত হয়েছেন তারা বানু (৭০) নামে এক বৃদ্ধা। তিনি উপজেলা সদরের পাচুড়া গ্রামের বাসিন্দা। দুপুরে গুতারা বাজার থেকে বাড়ি ফিরছিলেন তারা বানু। রাস্তা পার হওয়ার সময় সিএনজির ধাক্কায় আহত হন তিনি। তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। দাউদকান্দি : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দিতে অজ্ঞাত গাড়ির ধাক্কায় মারা গেছেন সৃজন দেবনাথ জয় (৩০) নামে এক যুবক। তিনি নরসিংদীর ঘোরাশাল পৌরসভার রঞ্জিত চন্দ্রের ছেলে। হাইওয়ে পুলিশ জানায়, সৃজন প্রাইভেট কারে কুমিল্লা থেকে নরসিংদী যাচ্ছিলেন। দাউদকান্দির বেকিনগরে ভোর ৬টার দিকে প্রাইভেট কারটির চাকা পাংচার হয়। তিনি গাড়ি থেকে নেমে সেই সমস্যা দেখছিলেন। তখন একটি গাড়ি তাকে ধাক্কা দেয়।
শিরোনাম
- মাইলফলকের ম্যাচে মুশফিকের ফিফটি
- রাজশাহীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ কর্মীসহ গ্রেপ্তার ১৭
- অত্যাধুনিক চীনা সাবমেরিন পাচ্ছে পাকিস্তান, ভারতের আধিপত্যে চ্যালেঞ্জ
- রাজধানীতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১১
- নারী ক্রিকেটারদের নিয়ে লিঙ্গ সংবেদনশীলতা কর্মশালা
- একজন নয়, প্রতি ভোটকেন্দ্রে পাঁচজন সেনাসদস্য চায় জামায়াত
- গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে : ফখরুল
- দেশজুড়ে মোবাইল ফোন বিক্রির সব দোকান বন্ধের ঘোষণা
- নির্বাচন কমিশনকে দৃষ্টান্তমূলক ভূমিকা রাখার আহ্বান জোনায়েদ সাকির
- মার্কিন ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ায় কয়েক দফা হামলা ইউক্রেনের
- সাংবাদিক সোহেলকে ডিবি তুলে নেওয়ার বিষয়ে যা বলল টেলিযোগাযোগ মন্ত্রণালয়
- গণঅভ্যুত্থানে অংশীজনদের নিয়ে আসন সমঝোতার চেষ্টা চালিয়ে যাচ্ছি: নুর
- পল্লবীতে যুবদল নেতা হত্যা, দুই শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার
- নারীদের পেছনে রেখে পুরুষরা এগিয়ে যেতে পারবে না : ধর্ম উপদেষ্টা
- রমজানের আগে ছোলা-খেজুরসহ ছয় ভোগ্যপণ্যের আমদানি বেড়েছে
- শেখ হাসিনাকে কেন ফেরত দেবে না ভারত, আল–জাজিরার বিশ্লেষণ
- অক্টোবরে সড়কে ঝরেছে ৪৪১ প্রাণ : রোড সেফটি ফাউন্ডেশন
- জনগণের ভাগ্য উন্নয়নে কাজ করতে হবে: শামা ওবায়েদ
- ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৭৪৪ মামলা
- বিজয় দিবসে এবারও প্যারেড হবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা
সড়কে স্বামী-স্ত্রীসহ নিহত ৫
প্রতিদিন ডেস্ক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর