নাটোরে ভটভটি নিয়ন্ত্রণ হারিয়ে স্বামী ও স্ত্রী নিহত হয়েছেন। এ ছাড়া বরিশাল, নেত্রকোনা ও কুমিল্লার দাউদকান্দিতে সড়কে প্রাণ গেছে আরও তিনজনের। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের খবর- নাটোর : লালপুরে মৃত আত্মীয়কে দেখতে যাওয়ার পথে ঘন কুয়াশায় নিয়ন্ত্রণ হারিয়ে ভটভটি উল্টে স্বামী ও স্ত্রীর মৃত্যু হয়েছে। বানেশ্বর-ঈশ্বরদী আঞ্চলিক মহাসড়কে উপজেলার দক্ষিণ লালপুর গ্রামে গতকাল সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ওই এলাকার খায়েজ মোল্লার ছেলে চান্দু মোল্লা (৬২) ও তার স্ত্রী আরবী বেগম (৪৫)। পুলিশ জানায়, বৃহস্পতিবার সকাল ৭টার দিকে বাড়ি থেকে আজিমনগর রেল স্টেশনে যাওয়ার জন্য বের হন চান্দু ও আরবী। বানেশ্বর-ঈশ্বরদী আঞ্চলিক মহাসড়কে দক্ষিণ লালপুর ফিলিং স্টেশনের কাছে তাদের বহনকারী ভটভটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। ঘটনাস্থলেই চান্দু মোল্লা মারা যান। আরবীকে লালপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বরিশাল : উজিরপুরে ইটবোঝাই ট্রলিচাপায় নুসরাত আক্তার (১২) নামে এক শিশু নিহত হয়েছে। উজিরপুর-সাতলা সড়কের শাকরাল এলাকায় গতকাল বিকালে এ দুর্ঘটনা ঘটে। এ সময় স্থানীয়রা ট্রলিটিতে আগুন ধরিয়ে দেন। নিহত নুসরাত শাকরাল গ্রামের সোহরাব হাওলাদারের মেয়ে এবং স্থানীয় বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী। নেত্রকোনা : কলমাকান্দায় গতকাল সিএনজিচালিত অটোরিকশাচাপায় নিহত হয়েছেন তারা বানু (৭০) নামে এক বৃদ্ধা। তিনি উপজেলা সদরের পাচুড়া গ্রামের বাসিন্দা। দুপুরে গুতারা বাজার থেকে বাড়ি ফিরছিলেন তারা বানু। রাস্তা পার হওয়ার সময় সিএনজির ধাক্কায় আহত হন তিনি। তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। দাউদকান্দি : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দিতে অজ্ঞাত গাড়ির ধাক্কায় মারা গেছেন সৃজন দেবনাথ জয় (৩০) নামে এক যুবক। তিনি নরসিংদীর ঘোরাশাল পৌরসভার রঞ্জিত চন্দ্রের ছেলে। হাইওয়ে পুলিশ জানায়, সৃজন প্রাইভেট কারে কুমিল্লা থেকে নরসিংদী যাচ্ছিলেন। দাউদকান্দির বেকিনগরে ভোর ৬টার দিকে প্রাইভেট কারটির চাকা পাংচার হয়। তিনি গাড়ি থেকে নেমে সেই সমস্যা দেখছিলেন। তখন একটি গাড়ি তাকে ধাক্কা দেয়।
শিরোনাম
- ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৫৯৭ মামলা
- হামলায় জড়িতদের গ্রেফতারে রাবি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ
- মুন্সীগঞ্জে যুবদল নেতা হত্যার আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
- পার্শ্ববর্তী দেশে বসে ফ্যাসিবাদরা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে
- তিন রাজস্ব আইনের ইংরেজি সংস্করণের গেজেট প্রকাশ
- রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪
- শনিবার ঢাকায় আসছেন ভুটানের প্রধানমন্ত্রী
- উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত
- হাসিনা পালানোতেই তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফিরে এলো : জয়নুল আবেদীন
- পুলিশের মনোবল ভাঙার চেষ্টা করবেন না : ডিএমপি কমিশনার
- গাজায় ৪০ হাজার শিশুকে টিকা দিবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা
- ১৩ লাখ রোহিঙ্গার ভার আর বহন করা সম্ভব নয়: জাতিসংঘে বাংলাদেশ
- মার্কিন নির্বাচনে হামলার পরিকল্পনায় আফগান নাগরিকের ১৫ বছরের দণ্ড
- নারীদের নিরাপত্তা ও সুরক্ষায় ৫ প্রতিশ্রুতি তারেক রহমানের
- ‘শততম’ ম্যাচে শতক হাঁকালেন লিটনও
- শুক্রবার মামদানির সঙ্গে বৈঠকে বসছেন ট্রাম্প
- বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকার অবস্থান কত?
- তিন নির্বাহী ম্যাজিস্ট্রেট চাকরিচ্যুত
- মুশফিক ছাড়াও শততম টেস্টে শতক হাঁকিয়েছেন যারা
- শততম টেস্টে শতক হাঁকালেন মুশফিক
সড়কে স্বামী-স্ত্রীসহ নিহত ৫
প্রতিদিন ডেস্ক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর