নাটোরে ভটভটি নিয়ন্ত্রণ হারিয়ে স্বামী ও স্ত্রী নিহত হয়েছেন। এ ছাড়া বরিশাল, নেত্রকোনা ও কুমিল্লার দাউদকান্দিতে সড়কে প্রাণ গেছে আরও তিনজনের। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের খবর- নাটোর : লালপুরে মৃত আত্মীয়কে দেখতে যাওয়ার পথে ঘন কুয়াশায় নিয়ন্ত্রণ হারিয়ে ভটভটি উল্টে স্বামী ও স্ত্রীর মৃত্যু হয়েছে। বানেশ্বর-ঈশ্বরদী আঞ্চলিক মহাসড়কে উপজেলার দক্ষিণ লালপুর গ্রামে গতকাল সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ওই এলাকার খায়েজ মোল্লার ছেলে চান্দু মোল্লা (৬২) ও তার স্ত্রী আরবী বেগম (৪৫)। পুলিশ জানায়, বৃহস্পতিবার সকাল ৭টার দিকে বাড়ি থেকে আজিমনগর রেল স্টেশনে যাওয়ার জন্য বের হন চান্দু ও আরবী। বানেশ্বর-ঈশ্বরদী আঞ্চলিক মহাসড়কে দক্ষিণ লালপুর ফিলিং স্টেশনের কাছে তাদের বহনকারী ভটভটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। ঘটনাস্থলেই চান্দু মোল্লা মারা যান। আরবীকে লালপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বরিশাল : উজিরপুরে ইটবোঝাই ট্রলিচাপায় নুসরাত আক্তার (১২) নামে এক শিশু নিহত হয়েছে। উজিরপুর-সাতলা সড়কের শাকরাল এলাকায় গতকাল বিকালে এ দুর্ঘটনা ঘটে। এ সময় স্থানীয়রা ট্রলিটিতে আগুন ধরিয়ে দেন। নিহত নুসরাত শাকরাল গ্রামের সোহরাব হাওলাদারের মেয়ে এবং স্থানীয় বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী। নেত্রকোনা : কলমাকান্দায় গতকাল সিএনজিচালিত অটোরিকশাচাপায় নিহত হয়েছেন তারা বানু (৭০) নামে এক বৃদ্ধা। তিনি উপজেলা সদরের পাচুড়া গ্রামের বাসিন্দা। দুপুরে গুতারা বাজার থেকে বাড়ি ফিরছিলেন তারা বানু। রাস্তা পার হওয়ার সময় সিএনজির ধাক্কায় আহত হন তিনি। তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। দাউদকান্দি : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দিতে অজ্ঞাত গাড়ির ধাক্কায় মারা গেছেন সৃজন দেবনাথ জয় (৩০) নামে এক যুবক। তিনি নরসিংদীর ঘোরাশাল পৌরসভার রঞ্জিত চন্দ্রের ছেলে। হাইওয়ে পুলিশ জানায়, সৃজন প্রাইভেট কারে কুমিল্লা থেকে নরসিংদী যাচ্ছিলেন। দাউদকান্দির বেকিনগরে ভোর ৬টার দিকে প্রাইভেট কারটির চাকা পাংচার হয়। তিনি গাড়ি থেকে নেমে সেই সমস্যা দেখছিলেন। তখন একটি গাড়ি তাকে ধাক্কা দেয়।
শিরোনাম
- সাড়ে ৯ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল স্বাভাবিক
- নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়া
- সাদিয়া আয়মানের অভিনয়ে মুগ্ধ অনিরুদ্ধ রায়
- গাইবান্ধা কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- আদাবরের শীর্ষ ছিনতাইকারী ‘চোরা রুবেল’ গ্রেপ্তার
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
- শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে বিভাগীয় শহরে বাস দিল জবি
- ভূমিকম্প অনিশ্চিত তাই বিদ্যালয় বন্ধের সুযোগ নেই: প্রাথমিক শিক্ষা উপদেষ্টা
- ঢাকা মেডিকেলে একাডেমিক কার্যক্রম আগামী ২৯ নভেম্বর পর্যন্ত বন্ধ
- বাগেরহাটে ৩ বান্ধবীকে শ্লীলতাহানি ও একজনকে ধর্ষণের অভিযোগে মামলা
- হাসিনা-কামালকে ফেরাতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে : পররাষ্ট্র উপদেষ্টা
- পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিবিএ কার্নিভাল-৩ অনুষ্ঠিত
- নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার
- ফ্যাসিজম সহ্য করা হবে না, নিজেরাও ফ্যাসিষ্ট হবো না: তানিয়া রব
- বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন
- ৮১ দেশি পর্যবেক্ষকের সঙ্গে ইসির সংলাপ ২৫ নভেম্বর
- ‘ফ্যামিলি ম্যান থ্রি’: মনোজ নয়, জয়দীপের সিজন?
- টিকটক ইউজারদের জন্য চালু হলো টাইম অ্যান্ড ওয়েল-বিয়িং ফিচার
- পটুয়াখালীতে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
- বাংলাদেশের কাল ব্রুনাই চ্যালেঞ্জ