নাটোরে ভটভটি নিয়ন্ত্রণ হারিয়ে স্বামী ও স্ত্রী নিহত হয়েছেন। এ ছাড়া বরিশাল, নেত্রকোনা ও কুমিল্লার দাউদকান্দিতে সড়কে প্রাণ গেছে আরও তিনজনের। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের খবর- নাটোর : লালপুরে মৃত আত্মীয়কে দেখতে যাওয়ার পথে ঘন কুয়াশায় নিয়ন্ত্রণ হারিয়ে ভটভটি উল্টে স্বামী ও স্ত্রীর মৃত্যু হয়েছে। বানেশ্বর-ঈশ্বরদী আঞ্চলিক মহাসড়কে উপজেলার দক্ষিণ লালপুর গ্রামে গতকাল সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ওই এলাকার খায়েজ মোল্লার ছেলে চান্দু মোল্লা (৬২) ও তার স্ত্রী আরবী বেগম (৪৫)। পুলিশ জানায়, বৃহস্পতিবার সকাল ৭টার দিকে বাড়ি থেকে আজিমনগর রেল স্টেশনে যাওয়ার জন্য বের হন চান্দু ও আরবী। বানেশ্বর-ঈশ্বরদী আঞ্চলিক মহাসড়কে দক্ষিণ লালপুর ফিলিং স্টেশনের কাছে তাদের বহনকারী ভটভটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। ঘটনাস্থলেই চান্দু মোল্লা মারা যান। আরবীকে লালপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বরিশাল : উজিরপুরে ইটবোঝাই ট্রলিচাপায় নুসরাত আক্তার (১২) নামে এক শিশু নিহত হয়েছে। উজিরপুর-সাতলা সড়কের শাকরাল এলাকায় গতকাল বিকালে এ দুর্ঘটনা ঘটে। এ সময় স্থানীয়রা ট্রলিটিতে আগুন ধরিয়ে দেন। নিহত নুসরাত শাকরাল গ্রামের সোহরাব হাওলাদারের মেয়ে এবং স্থানীয় বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী। নেত্রকোনা : কলমাকান্দায় গতকাল সিএনজিচালিত অটোরিকশাচাপায় নিহত হয়েছেন তারা বানু (৭০) নামে এক বৃদ্ধা। তিনি উপজেলা সদরের পাচুড়া গ্রামের বাসিন্দা। দুপুরে গুতারা বাজার থেকে বাড়ি ফিরছিলেন তারা বানু। রাস্তা পার হওয়ার সময় সিএনজির ধাক্কায় আহত হন তিনি। তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। দাউদকান্দি : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দিতে অজ্ঞাত গাড়ির ধাক্কায় মারা গেছেন সৃজন দেবনাথ জয় (৩০) নামে এক যুবক। তিনি নরসিংদীর ঘোরাশাল পৌরসভার রঞ্জিত চন্দ্রের ছেলে। হাইওয়ে পুলিশ জানায়, সৃজন প্রাইভেট কারে কুমিল্লা থেকে নরসিংদী যাচ্ছিলেন। দাউদকান্দির বেকিনগরে ভোর ৬টার দিকে প্রাইভেট কারটির চাকা পাংচার হয়। তিনি গাড়ি থেকে নেমে সেই সমস্যা দেখছিলেন। তখন একটি গাড়ি তাকে ধাক্কা দেয়।
শিরোনাম
- আমার ছেলের খুনীর ফাঁসি যেন দেখে যেতে পারি: আবু সাঈদের বাবা
- দিল্লি বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ১৫, গ্রেফতার আরও এক কাশ্মীরি
- মালয়েশিয়ায় শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সাইবারজায়া ইউনিভার্সিটি
- আফ্রিকার ছয় দেশে আছে রুশ সেনার উপস্থিতি: রাষ্ট্রীয় টিভি
- ‘খালেদা জিয়াকে দেশের সেরা জয় উপহার দিতে চাই’
- উইঘুর যোদ্ধাদের চীনের কাছে হস্তান্তর করবে সিরিয়া
- ‘একটি দল ক্ষমতায় যেতে প্রলাপ বকছে’
- সিরিয়ায় শান্তি প্রতিষ্ঠায় পাশে থাকবে চীন
- বগুড়ায় কোলগ্রাম উচ্চ বিদ্যালয়ে জরাজীর্ণ ভবনে চলছে পাঠদান
- শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় নিয়ে যা বলল ভারত
- মোংলায় জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ ঝুঁকি হ্রাসকরণ বিষয়ক সমন্বয় সভা
- আকাশ প্রতিরক্ষা ও যুদ্ধবিমান চুক্তি চূড়ান্ত করতে ফ্রান্সে জেলেনস্কি
- অস্ট্রেলিয়ায় বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
- ভারতের চা, মশলা, আমসহ কয়েকটি পণ্যে শুল্ক প্রত্যাহার করলেন ট্রাম্প
- নওগাঁর মান্দায় ধানের শীষে ডা. টিপুর নির্বাচনী পথসভা
- পাঙ্গাস পোনা শিকারের দায়ে জেলের কারাদণ্ড
- পুলিশের সাবেক অতিরিক্ত ডিআইজি মিলন কারাগারে
- রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক
- নির্বাচনের আগেই হাসিনাকে দেশে এনে মৃত্যুদণ্ড কার্যকরের দাবি সারজিসের
- কলাপাড়ায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে ৫ জন হাসপাতালে