কুমিল্লা জেলার একমাত্র ট্রমা সেন্টারটি দাউদকান্দি উপজেলার শহীদনগরে অবস্থিত। দেশের ব্যস্ততম মহাসড়ক ঢাকা-চট্টগ্রামসহ কুমিল্লার বিভিন্ন আঞ্চলিক সড়কে প্রতিদিন ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। দুর্ঘটনায় আহতদের চিকিৎসার জন্য প্রতিষ্ঠা করা হয় এ ট্রমা সেন্টার। সরকারি সিদ্ধান্ত এবং প্রয়োজনীয় লোকবল নিয়োগ না থাকায় উদ্বোধনের ১৭ বছর পেরিয়ে গেলেও সম্পূর্ণরূপে চালু হয়নি প্রতিষ্ঠানটি। অথচ জোট ও মহাজোট সরকারের দুই স্বাস্থ্যমন্ত্রীই হাসপাতালটি উদ্বোধন করেছিলেন। কার্যক্রম না থাকায় এটি অব্যবহৃত পড়ে আছে। স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা যায়, গণপূর্ত বিভাগের অর্থায়নে ৬ কোটি ৮৮ লাখ টাকা ব্যয়ে সেন্টারটির নির্মাণ করা হয়। কুমিল্লায় কোনো সড়ক দুর্ঘটনা হলে আহতদের স্থানীয় ডাক্তাররা দ্রুত ঢাকার পঙ্গু হাসপাতালে রেফার্ড করেন। ঢাকা নেওয়ার পথে চিকিৎসার অভাবে অনেকে প্রাণ হারান। দাউদকান্দির ট্রমা সেন্টারটি চালু হলে তাদের দ্রুত এখানে চিকিৎসার ব্যবস্থা করা যেত। জানা যায়, বিএনপি দলীয় জোট সরকার ক্ষমতা ছাড়ার আগ মুহূর্তে সাবেক স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন ২০০৬ সালের ৬ অক্টোবর সেন্টারটি উদ্বোধন করেন। প্রয়োজনীয় সরঞ্জামের অভাবে মাস খানেক পর বন্ধ হয়ে যায়। আওয়ামী লীগ মহাজোট সরকার ক্ষমতায় আসার পর তৎকালীন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী প্রফেসর ডা. আ ন ম রুহুল হক ২০১০ সালের ৩০ এপ্রিল দ্বিতীয়বার ট্রমা সেন্টারটি উদ্বোধন করেন। তখন তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন এক মাসের মধ্যে একটি স্বয়ংসম্পূর্ণ ট্রমা সেন্টারের প্রয়োজনীয় যন্ত্রপাতি এবং জনবল দেওয়া হবে। ঘোষণার ১৩ বছর পার হলেও কোনো কার্যক্রম চালু হয়নি। স্থানীয়দের অভিযোগ, সুন্দর একটি ভবন ছাড়া আমরা কিছুই পাইনি। আর কতবার উদ্বোধন করলে এ ট্রমা সেন্টারের কার্যক্রম চালু হবে এমন প্রশ্ন স্থানীয় বাসিন্দা মুকবুল মেম্বারের। সেন্টারটি ২৪ ঘণ্টা খোলা থাকার কথা থাকলেও গতকাল সরেজমিন গিয়ে দেখা যায় তালাবদ্ধ। দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. তৌহিদুল হাসান জানান, হাসপাতালটি চালু না থাকলেও একজন চিকিৎসক দিয়ে রোগীদের আউট ডোর সেবা দেওয়া হচ্ছে। হাসপাতালটি পুরোদমে চালু করতে লোকবল ও প্রয়োজনীয় সরঞ্জামাদির জন্য মন্ত্রণালয়ে লিখিতভাবে জানিয়েছি।
শিরোনাম
- সাড়ে ৯ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল স্বাভাবিক
- নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়া
- সাদিয়া আয়মানের অভিনয়ে মুগ্ধ অনিরুদ্ধ রায়
- গাইবান্ধা কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- আদাবরের শীর্ষ ছিনতাইকারী ‘চোরা রুবেল’ গ্রেপ্তার
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
- শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে বিভাগীয় শহরে বাস দিল জবি
- ভূমিকম্প অনিশ্চিত তাই বিদ্যালয় বন্ধের সুযোগ নেই: প্রাথমিক শিক্ষা উপদেষ্টা
- ঢাকা মেডিকেলে একাডেমিক কার্যক্রম আগামী ২৯ নভেম্বর পর্যন্ত বন্ধ
- বাগেরহাটে ৩ বান্ধবীকে শ্লীলতাহানি ও একজনকে ধর্ষণের অভিযোগে মামলা
- হাসিনা-কামালকে ফেরাতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে : পররাষ্ট্র উপদেষ্টা
- পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিবিএ কার্নিভাল-৩ অনুষ্ঠিত
- নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার
- ফ্যাসিজম সহ্য করা হবে না, নিজেরাও ফ্যাসিষ্ট হবো না: তানিয়া রব
- বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন
- ৮১ দেশি পর্যবেক্ষকের সঙ্গে ইসির সংলাপ ২৫ নভেম্বর
- ‘ফ্যামিলি ম্যান থ্রি’: মনোজ নয়, জয়দীপের সিজন?
- টিকটক ইউজারদের জন্য চালু হলো টাইম অ্যান্ড ওয়েল-বিয়িং ফিচার
- পটুয়াখালীতে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
- বাংলাদেশের কাল ব্রুনাই চ্যালেঞ্জ