কুমিল্লা জেলার একমাত্র ট্রমা সেন্টারটি দাউদকান্দি উপজেলার শহীদনগরে অবস্থিত। দেশের ব্যস্ততম মহাসড়ক ঢাকা-চট্টগ্রামসহ কুমিল্লার বিভিন্ন আঞ্চলিক সড়কে প্রতিদিন ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। দুর্ঘটনায় আহতদের চিকিৎসার জন্য প্রতিষ্ঠা করা হয় এ ট্রমা সেন্টার। সরকারি সিদ্ধান্ত এবং প্রয়োজনীয় লোকবল নিয়োগ না থাকায় উদ্বোধনের ১৭ বছর পেরিয়ে গেলেও সম্পূর্ণরূপে চালু হয়নি প্রতিষ্ঠানটি। অথচ জোট ও মহাজোট সরকারের দুই স্বাস্থ্যমন্ত্রীই হাসপাতালটি উদ্বোধন করেছিলেন। কার্যক্রম না থাকায় এটি অব্যবহৃত পড়ে আছে। স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা যায়, গণপূর্ত বিভাগের অর্থায়নে ৬ কোটি ৮৮ লাখ টাকা ব্যয়ে সেন্টারটির নির্মাণ করা হয়। কুমিল্লায় কোনো সড়ক দুর্ঘটনা হলে আহতদের স্থানীয় ডাক্তাররা দ্রুত ঢাকার পঙ্গু হাসপাতালে রেফার্ড করেন। ঢাকা নেওয়ার পথে চিকিৎসার অভাবে অনেকে প্রাণ হারান। দাউদকান্দির ট্রমা সেন্টারটি চালু হলে তাদের দ্রুত এখানে চিকিৎসার ব্যবস্থা করা যেত। জানা যায়, বিএনপি দলীয় জোট সরকার ক্ষমতা ছাড়ার আগ মুহূর্তে সাবেক স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন ২০০৬ সালের ৬ অক্টোবর সেন্টারটি উদ্বোধন করেন। প্রয়োজনীয় সরঞ্জামের অভাবে মাস খানেক পর বন্ধ হয়ে যায়। আওয়ামী লীগ মহাজোট সরকার ক্ষমতায় আসার পর তৎকালীন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী প্রফেসর ডা. আ ন ম রুহুল হক ২০১০ সালের ৩০ এপ্রিল দ্বিতীয়বার ট্রমা সেন্টারটি উদ্বোধন করেন। তখন তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন এক মাসের মধ্যে একটি স্বয়ংসম্পূর্ণ ট্রমা সেন্টারের প্রয়োজনীয় যন্ত্রপাতি এবং জনবল দেওয়া হবে। ঘোষণার ১৩ বছর পার হলেও কোনো কার্যক্রম চালু হয়নি। স্থানীয়দের অভিযোগ, সুন্দর একটি ভবন ছাড়া আমরা কিছুই পাইনি। আর কতবার উদ্বোধন করলে এ ট্রমা সেন্টারের কার্যক্রম চালু হবে এমন প্রশ্ন স্থানীয় বাসিন্দা মুকবুল মেম্বারের। সেন্টারটি ২৪ ঘণ্টা খোলা থাকার কথা থাকলেও গতকাল সরেজমিন গিয়ে দেখা যায় তালাবদ্ধ। দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. তৌহিদুল হাসান জানান, হাসপাতালটি চালু না থাকলেও একজন চিকিৎসক দিয়ে রোগীদের আউট ডোর সেবা দেওয়া হচ্ছে। হাসপাতালটি পুরোদমে চালু করতে লোকবল ও প্রয়োজনীয় সরঞ্জামাদির জন্য মন্ত্রণালয়ে লিখিতভাবে জানিয়েছি।
শিরোনাম
- কুয়ালালামপুরে অভিযানে বাংলাদেশিসহ আটক ১২৪ অভিবাসী
- সবুজে মোড়া বরজ, তবুও হতাশা কাটছে না পান চাষিদের
- শ্রম আইন সংশোধনকে স্বাগত জানালো যুক্তরাষ্ট্র
- গোপালগঞ্জে চেয়ারম্যানদের নিয়ে ২ দিনব্যাপী গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ
- সালমান এফ রহমান ও তার স্বার্থ সংশ্লিষ্টদের ১২ একর জমি জব্দ
- রাজধানীতে ঝুঁকিপূর্ণ ৩০০ ভবন চিহ্নিত : রাজউক চেয়ারম্যান
- তাপস ও তার সন্তানদের ২১টি ব্যাংক হিসাব অবরুদ্ধ
- যুক্তরাষ্ট্র-কানাডাসহ ১৬ দেশে মধ্যরাত থেকে ভোটার নিবন্ধন শুরু
- ‘পুলিশ ও সিভিল প্রশাসন প্রজাতন্ত্রের কর্মচারী, ব্যক্তিগত নয়’
- চট্টগ্রামে হত্যা মামলার আসামি গ্রেপ্তার
- সাবেক এলজিআরডি মন্ত্রীর এপিএস ফুয়াদের সম্পত্তি ক্রোক
- দিনাজপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী’র মাঝে ছাগল ও গৃহ নির্মাণ উপকরণ বিতরণ
- ভোলার প্রবীণ সাংবাদিক এম হাবিবুর রহমান আর নেই
- সাত দফা দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় পরিবহন শ্রমিকদের মানববন্ধন
- নৌবাহিনীর নবীন নাবিকদের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত
- আইসিইউতে ৪১ শতাংশ রোগীর দেহে অ্যান্টিবায়োটিক কাজ করছে না: আইইডিসিআর
- ক্ষমতায় এলে গণমাধ্যম সংস্কারে অগ্রাধিকার দেবে বিএনপি : ফখরুল
- রাবির ২ শিক্ষককে সাময়িক বহিষ্কার
- ‘খালেদা জিয়ার আপসহীন নেতৃত্বের কারণেই বারবার গণতন্ত্র প্রতিষ্ঠা লাভ করেছে’
- চুয়াডাঙ্গায় আট দফা দাবিতে নার্সদের স্মারকলিপি প্রদান
দাউদকান্দির ট্রমা সেন্টার ১৭ বছরেও চালু হয়নি
উদ্বোধন হয়েছে দুবার
দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর