কুমিল্লা জেলার একমাত্র ট্রমা সেন্টারটি দাউদকান্দি উপজেলার শহীদনগরে অবস্থিত। দেশের ব্যস্ততম মহাসড়ক ঢাকা-চট্টগ্রামসহ কুমিল্লার বিভিন্ন আঞ্চলিক সড়কে প্রতিদিন ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। দুর্ঘটনায় আহতদের চিকিৎসার জন্য প্রতিষ্ঠা করা হয় এ ট্রমা সেন্টার। সরকারি সিদ্ধান্ত এবং প্রয়োজনীয় লোকবল নিয়োগ না থাকায় উদ্বোধনের ১৭ বছর পেরিয়ে গেলেও সম্পূর্ণরূপে চালু হয়নি প্রতিষ্ঠানটি। অথচ জোট ও মহাজোট সরকারের দুই স্বাস্থ্যমন্ত্রীই হাসপাতালটি উদ্বোধন করেছিলেন। কার্যক্রম না থাকায় এটি অব্যবহৃত পড়ে আছে। স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা যায়, গণপূর্ত বিভাগের অর্থায়নে ৬ কোটি ৮৮ লাখ টাকা ব্যয়ে সেন্টারটির নির্মাণ করা হয়। কুমিল্লায় কোনো সড়ক দুর্ঘটনা হলে আহতদের স্থানীয় ডাক্তাররা দ্রুত ঢাকার পঙ্গু হাসপাতালে রেফার্ড করেন। ঢাকা নেওয়ার পথে চিকিৎসার অভাবে অনেকে প্রাণ হারান। দাউদকান্দির ট্রমা সেন্টারটি চালু হলে তাদের দ্রুত এখানে চিকিৎসার ব্যবস্থা করা যেত। জানা যায়, বিএনপি দলীয় জোট সরকার ক্ষমতা ছাড়ার আগ মুহূর্তে সাবেক স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন ২০০৬ সালের ৬ অক্টোবর সেন্টারটি উদ্বোধন করেন। প্রয়োজনীয় সরঞ্জামের অভাবে মাস খানেক পর বন্ধ হয়ে যায়। আওয়ামী লীগ মহাজোট সরকার ক্ষমতায় আসার পর তৎকালীন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী প্রফেসর ডা. আ ন ম রুহুল হক ২০১০ সালের ৩০ এপ্রিল দ্বিতীয়বার ট্রমা সেন্টারটি উদ্বোধন করেন। তখন তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন এক মাসের মধ্যে একটি স্বয়ংসম্পূর্ণ ট্রমা সেন্টারের প্রয়োজনীয় যন্ত্রপাতি এবং জনবল দেওয়া হবে। ঘোষণার ১৩ বছর পার হলেও কোনো কার্যক্রম চালু হয়নি। স্থানীয়দের অভিযোগ, সুন্দর একটি ভবন ছাড়া আমরা কিছুই পাইনি। আর কতবার উদ্বোধন করলে এ ট্রমা সেন্টারের কার্যক্রম চালু হবে এমন প্রশ্ন স্থানীয় বাসিন্দা মুকবুল মেম্বারের। সেন্টারটি ২৪ ঘণ্টা খোলা থাকার কথা থাকলেও গতকাল সরেজমিন গিয়ে দেখা যায় তালাবদ্ধ। দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. তৌহিদুল হাসান জানান, হাসপাতালটি চালু না থাকলেও একজন চিকিৎসক দিয়ে রোগীদের আউট ডোর সেবা দেওয়া হচ্ছে। হাসপাতালটি পুরোদমে চালু করতে লোকবল ও প্রয়োজনীয় সরঞ্জামাদির জন্য মন্ত্রণালয়ে লিখিতভাবে জানিয়েছি।
শিরোনাম
- টিভিতে আজকের কোন খেলা কোথায় দেখবেন
- আশুলিয়ায় মরদেহ পোড়ানোসহ সাত হত্যায় আজ সাক্ষ্যগ্রহণের ১৮তম দিন
- গুলিস্তানে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের পাশের মার্কেটে আগুন
- রাজধানী ঢাকায় আজ কোথায় কোন কর্মসূচি
- পরিচয় গোপন করে চ্যাটের সুবিধা আনছে হোয়াটসঅ্যাপে
- ঢাকার বাতাস আজ কতটা বিষাক্ত?
- ট্রুডো–কেটি পেরি'র প্রেম নিয়ে সাবেক স্ত্রী সোফির খোলামেলা মন্তব্য
- মুশফিকের শততম টেস্ট উদযাপনে যেসব আয়োজন করেছে বিসিবি
- হামজাদের জন্য দুই কোটি টাকা বোনাস ঘোষণা করলেন ক্রীড়া উপদেষ্টা
- ১৩০০ কোটি আয়, বক্স অফিসে রাশমিকার রাজত্ব
- যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থী ভর্তি কমেছে ১৭ শতাংশ, বেশি ক্ষতি ভারতের
- দক্ষিণ আফ্রিকা নিতে ফিলিস্তিনিদের কাছে ২ হাজার ডলার করে নিয়েছে রহস্যময় সংস্থা
- ট্রাম্পের আমন্ত্রণে রোনালদো, একই দিনে আসছেন সৌদি যুবরাজ
- ভারতকে হারিয়ে ২২ বছরের আক্ষেপ ঘোচালো বাংলাদেশ
- বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয়ে সঞ্চয়পত্র বিক্রি ও ছেঁড়া নোট বদল বন্ধ
- হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় তার কৃতকর্মের ফল : প্রিন্স
- ‘ফ্যাসিস্ট হাসিনার পতন দেখে যেতে পারেননি মওদুদ, এটা দুঃখজনক’
- ফেব্রুয়ারির প্রথমার্ধে সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধান উপদেষ্টা
- রাজধানীর কুড়াতলীতে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
- হাসিনার পক্ষে অবস্থানকারী শিক্ষকদের চাকরিচ্যুতের দাবি চার বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের
দাউদকান্দির ট্রমা সেন্টার ১৭ বছরেও চালু হয়নি
উদ্বোধন হয়েছে দুবার
দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর