হবিগঞ্জে গাড়ি পোড়ানো মামলায় জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ মুশফিক আহমেদকে কারাগারে পাঠিয়েছেন আদালত। জেলা ও দায়রা জজ আদালতের বিচারক হাসানুল ইসলামের আদালতে গতকাল ওই মামলায় হাজির হলে বিচারক শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আইনজীবী আফজল হোসেন বলেন, দ্বাদশ জাতীয় নির্বাচনের আগে শহরের ২ নম্বর পুল বাইপাস রোডে ট্রাক পোড়ানোর মামলায় আসামি জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ মুশফিক আহমেদ।