ডোবার পানিতে গোসল করতে গিয়ে ইয়াসিন আরাফাত (৭) ও ওমর ফারুক (৬) নামে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল সদর উপজেলার পৌর এলাকায় এ ঘটনা ঘটে। ইয়াসিন আবদুল কাদের মিয়ার এবং ফারুক সুজন মিয়ার ছেলে। তারা স্থানীয় একটি বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র ছিল। জানা যায়, দুপুরে বাড়ির পাশের পুকুরে গোসল করতে নেমে ডুবে যায় ইয়াছিন ও ওমর। পরে পরিবারের সদস্যরা তাদের উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।