দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় দুই শিশুসহ সাতজন নিহত হয়েছেন। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের খবর-
চট্টগ্রাম : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চন্দনাইশে মঙ্গলবার রাতে বাসের ধাক্কায় নাছির হোসেন নামের এক ব্যক্তির মৃত্যু হয়। নাছিরের বাড়ি সিরাজগঞ্জে।
চাঁপাইনবাবগঞ্জ : গোমস্তাপুরে গরুভর্তি ভটভটি উল্টো গাছের সঙ্গে ধাক্কা লেগে এর চালক ইব্রাহিম (৪৫) মারা গেছেন।রাজবাড়ী : বালিয়াকান্দিতে ব্যাটারিচালিত ইজিবাইক চাপায় জুঁই (৭) নামে প্রথম শ্রেণির শিক্ষার্থী মারা গেছে।
চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গায় মঙ্গলবার রাতে গাছের সঙ্গে ধাক্কা লেগে হাদিউর রহমান (৩০) নামে এক মোটরসাইকেল চালক মারা গেছেন।
বগুড়া : নন্দীগ্রামের সড়কের পাশে গতকাল অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
সিদ্ধিরগঞ্জ নারায়ণগঞ্জ : গতকাল সিদ্ধিরগঞ্জে অটোরিকশার ধাক্কায় আশরাফুল ইসলাম (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ছাড়া লেগুনার ধাক্কায় মারা গেছে অজ্ঞাত এক কিশোর (১৭)।
ব্রাহ্মণবাড়িয়া : বীরপাশা এলাকায় গতকাল ট্রাক-বাসের সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন।