তৃতীয় শীতলক্ষ্যা সেতুর টোলপ্লাজা এলাকায় ডাকাতি করে পালানোর সময় স্থানীয়রা সাতজনকে আটক করেছে। গতকাল রাতে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রবিন মিয়া আটকদের প্রত্যেককে ১৫ দিন করে কারাদন্ড দেন।
দন্ডপ্রাপ্তরা হলেন- বন্দর উপজেলার রূপালী এলাকার মজিবর (৪২), কবির (৬৫), মাসুদ (৩৫), মিন্টু (৩৭), সুমন (৪০), সুমন (৪৫) ও বন্দর উপজেলার নবীগঞ্জের রুবেল (৩০)। জানা যায়, বিকালে মাইক্রোবাসযোগে ডাকাত দল সাধারণ মানুষের জিনিসপত্র লুট করে। পরে সেতুর টোলপ্লাজায় লুট করতে এলে স্থানীয়রা ধাওয়া দিয়ে তাদের আটক করে। পরে ডাকাতিতে ব্যবহৃত মাইক্রোবাসে আগুন ধরিয়ে দেয় স্থানীয়রা।