বিশ্বনাথে সাত বছর বয়সি এক শিশু খুন হয়েছে। গলায় রড ঢুকিয়ে হত্যার পর লাশ পুকুরে ফেলে দেওয়া হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে গতকাল এক যুবককে আটক করে স্থানীয়রা। শুক্রবার দুপুরে বিশ্বনাথ পৌর শহরের কালীগঞ্জবাজার সংলগ্ন চুনুু মিয়ার কলোনিতে এ হত্যাকাণ্ড ঘটে। খুন হওয়া তামিম আহমদ কালিগঞ্জের আলাপুর গ্রামের জমির উদ্দিনের ছেলে। আটক নাইম আহমদ (২২) নেত্রকোনার মদন থানার বড়হাটি গ্রামের আবদুস সাত্তারের ছেলে। উভয়ের পরিবার ওই কলোনিতে বসবাস করে আসছিল। জানা যায়, নাইম নেশায় আসক্ত ছিলেন। ঘটনার দিন দুপুরে ড্যান্ডি সেবন করে নিজ ঘরে ঘুমিয়ে ছিল সে।