মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪ ০০:০০ টা

লুটপাট ও বাড়ি দখলের অভিযোগ

পাবনা প্রতিনিধি

পাবনার সাঁথিয়ার কাশিনাথপুরে এক বাড়িতে হামলা-লুটপাটের পর ঘরে তালা দিয়ে পরিবারের লোকজনকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী আকবার আলী। অভিযোগ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার সকালে কাশিনাথপুরের মরিচ পুরান গ্রামের ইউনুস আলী মোল্লার নেতৃত্বে একদল দুর্বৃত্ত মাস্টারপাড়ার আকবার ডাক্তারের বাড়িতে ঢুকে হামলা লুটপাট চালায়। এ বিষয়ে ইউনুস আলী বলেন, এটা আমাদের বাড়ি আমরা তালা দিয়ে রাখছি। ওসি আনোয়ার হোসেন বলেন, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

সর্বশেষ খবর