মানিকগঞ্জ শহরের অন্যতম ব্যস্ত গঙ্গাধর পট্টির রাস্তার সংস্কার কাজ দীর্ঘদিনেও শেষ হয়নি। গুরুত্বপূর্ণ এই রাস্তা দিয়ে রিকশা, সাইকেল, হ্যালোবাইকসহ সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। চরম ভোগান্তিতে পড়েছে এই রাস্তায় চলাচলকারীরা। একটু বৃষ্টি হলে দুর্ভোগ বেড়ে যায় কয়েক গুণ। রাস্তার দুই পাশের দোকান মালিক ও ব্যবসায়ীরা বলেন, রাস্তার কাজ শেষ না করায় আমাদের ব্যবসা একেবারেই বন্ধের উপক্রম হয়েছে। কলেজ শিক্ষার্থী নিলীমা ও সুজাতা বলেন, রাস্তার এমন অবস্থা, রিকশা তো দূরের কথা হেঁটেও চলাচল করা যায় না। দ্রুত এ সমস্যার সমাধান হওয়া উচিত। মানিকগঞ্জ পৌর নাগরিক অধিকার বাস্তবায়ন পরিষদের সভাপতি সুলতানুল আজম খান আপেল বলেন, প্রতিটি কাজেই পৌরসভা কর্তৃপক্ষের গাফিলতি রয়েছে। বেউথা ব্রিজের উত্তর পাড় বছরের পর বছর চলাচলের অনুপযোগী হয়ে পড়ে আছে। প্রতিদিন ছোটবড় দুর্ঘটনা ঘটছে। এদিকে কারও কোনো নজর নেই। পৌরসভা কর্তৃপক্ষের তদারকির অভাবে গঙ্গাধর পট্টির রাস্তাটি দীর্ঘদিন এ অবস্থায় পড়ে রয়েছে। মেয়াদ শেষ হলেও কাজ কিছুই হয়নি। অসহনীয় কষ্ট করতে হচ্ছে এ রাস্তায় চলাচলকারীদের। মানুষের কষ্টের কথা চিন্তা করে দ্রুত রাস্তার কাজ শেষ করার দাবি জানালেন তিনিও। মানিকগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র মো. তসলিম মিয়া বলেন, বেউথা স্লুইসগেট হতে সোনাকান্দ খাল পুনঃখনন ও ড্রেনেজ উন্নয়নে ২৮ কোটি টাকার কাজটি পান এ্যাপেক্স অ্যান্ড কামরুল ব্রাদার্স ঠিকাদারি প্রতিষ্ঠান। সময়মতো কাজ শেষ না করার কারণে তাকে চূড়ান্ত নোটিস দেওয়া হয়েছে। ব্যত্যয় ঘটলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ঠিকাদারি প্রতিষ্ঠান এ্যাপেক্স অ্যান্ড কামরুল ব্রাদার্সের স্বত্বাধিকারী লাভলু মিয়া বলেন, এ বছর জুনের মধ্যে কাজ শেষ করার কথা ছিল। কিন্তু আবাসিক এলাকা হওয়ার কারণে বাড়ির স্যুয়ারেজের পাইপের কাজ করতে গিয়ে সময় বেশি লাগছে। এ ছাড়া ঈদ ও নির্বাচনের সময় কাজ বন্ধ থাকার কারণে সময়মতো কাজ শেষ হয়নি।
শিরোনাম
- বগুড়ায় কোলগ্রাম উচ্চ বিদ্যালয়ে জরাজীর্ণ ভবনে চলছে পাঠদান
- শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় নিয়ে যা বলল ভারত
- মোংলায় জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ ঝুঁকি হ্রাসকরণ বিষয়ক সমন্বয় সভা
- আকাশ প্রতিরক্ষা ও যুদ্ধবিমান চুক্তি চূড়ান্ত করতে ফ্রান্সে জেলেনস্কি
- অস্ট্রেলিয়ায় বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
- ভারতের চা, মশলা, আমসহ কয়েকটি পণ্যে শুল্ক প্রত্যাহার করলেন ট্রাম্প
- নওগাঁর মান্দায় ধানের শীষে ডা. টিপুর নির্বাচনী পথসভা
- পাঙ্গাস পোনা শিকারের দায়ে জেলের কারাদণ্ড
- পুলিশের সাবেক অতিরিক্ত ডিআইজি মিলন কারাগারে
- রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক
- নির্বাচনের আগেই হাসিনাকে দেশে এনে মৃত্যুদণ্ড কার্যকরের দাবি সারজিসের
- কলাপাড়ায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে ৫ জন হাসপাতালে
- দিনাজপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর পরিবারের মাঝে উপকরণ বিতরণ
- মুন্সীগঞ্জে পদোন্নতির দাবিতে প্রভাষকদের ‘নো প্রমোশন, নো ওয়ার্ক’ কর্মসূচি
- এ রায় প্রতিশোধ নয়, ন্যায়বিচারের প্রতিজ্ঞা: চিফ প্রসিকিউটর
- ১৬ কোটি টাকার হাসপাতাল চার বছরেও চালু হয়নি
- আমি আসলে খুব কষ্ট পাচ্ছি : শেখ হাসিনার আইনজীবী
- বাংলাদেশ প্রতিদিনের খবরে সেই শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত শুরু
- শেখ হাসিনা ও আসাদুজ্জামান কামালের সব সম্পদ বাজেয়াপ্তের নির্দেশ
- ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২০৮৮ মামলা
রাস্তা সংস্কার কাজ শেষ হয়নি দীর্ঘদিনেও
মানিকগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর