মানিকগঞ্জ শহরের অন্যতম ব্যস্ত গঙ্গাধর পট্টির রাস্তার সংস্কার কাজ দীর্ঘদিনেও শেষ হয়নি। গুরুত্বপূর্ণ এই রাস্তা দিয়ে রিকশা, সাইকেল, হ্যালোবাইকসহ সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। চরম ভোগান্তিতে পড়েছে এই রাস্তায় চলাচলকারীরা। একটু বৃষ্টি হলে দুর্ভোগ বেড়ে যায় কয়েক গুণ। রাস্তার দুই পাশের দোকান মালিক ও ব্যবসায়ীরা বলেন, রাস্তার কাজ শেষ না করায় আমাদের ব্যবসা একেবারেই বন্ধের উপক্রম হয়েছে। কলেজ শিক্ষার্থী নিলীমা ও সুজাতা বলেন, রাস্তার এমন অবস্থা, রিকশা তো দূরের কথা হেঁটেও চলাচল করা যায় না। দ্রুত এ সমস্যার সমাধান হওয়া উচিত। মানিকগঞ্জ পৌর নাগরিক অধিকার বাস্তবায়ন পরিষদের সভাপতি সুলতানুল আজম খান আপেল বলেন, প্রতিটি কাজেই পৌরসভা কর্তৃপক্ষের গাফিলতি রয়েছে। বেউথা ব্রিজের উত্তর পাড় বছরের পর বছর চলাচলের অনুপযোগী হয়ে পড়ে আছে। প্রতিদিন ছোটবড় দুর্ঘটনা ঘটছে। এদিকে কারও কোনো নজর নেই। পৌরসভা কর্তৃপক্ষের তদারকির অভাবে গঙ্গাধর পট্টির রাস্তাটি দীর্ঘদিন এ অবস্থায় পড়ে রয়েছে। মেয়াদ শেষ হলেও কাজ কিছুই হয়নি। অসহনীয় কষ্ট করতে হচ্ছে এ রাস্তায় চলাচলকারীদের। মানুষের কষ্টের কথা চিন্তা করে দ্রুত রাস্তার কাজ শেষ করার দাবি জানালেন তিনিও। মানিকগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র মো. তসলিম মিয়া বলেন, বেউথা স্লুইসগেট হতে সোনাকান্দ খাল পুনঃখনন ও ড্রেনেজ উন্নয়নে ২৮ কোটি টাকার কাজটি পান এ্যাপেক্স অ্যান্ড কামরুল ব্রাদার্স ঠিকাদারি প্রতিষ্ঠান। সময়মতো কাজ শেষ না করার কারণে তাকে চূড়ান্ত নোটিস দেওয়া হয়েছে। ব্যত্যয় ঘটলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ঠিকাদারি প্রতিষ্ঠান এ্যাপেক্স অ্যান্ড কামরুল ব্রাদার্সের স্বত্বাধিকারী লাভলু মিয়া বলেন, এ বছর জুনের মধ্যে কাজ শেষ করার কথা ছিল। কিন্তু আবাসিক এলাকা হওয়ার কারণে বাড়ির স্যুয়ারেজের পাইপের কাজ করতে গিয়ে সময় বেশি লাগছে। এ ছাড়া ঈদ ও নির্বাচনের সময় কাজ বন্ধ থাকার কারণে সময়মতো কাজ শেষ হয়নি।
শিরোনাম
- ক্ষমতায় এলে গণমাধ্যম সংস্কারে অগ্রাধিকার দেবে বিএনপি : ফখরুল
- রাবির ২ শিক্ষককে সাময়িক বহিষ্কার
- ‘খালেদা জিয়ার আপসহীন নেতৃত্বের কারণেই বারবার গণতন্ত্র প্রতিষ্ঠা লাভ করেছে’
- চুয়াডাঙ্গায় আট দফা দাবিতে নার্সদের স্মারকলিপি প্রদান
- সীমান্তে তারকাঁটার বেড়া কর্তনের সময় গরু চোরাকারবারী আটক
- ঘরে বসে মেট্রোরেলের কার্ড রিচার্জ চালু হচ্ছে মঙ্গলবার
- আসন্ন নির্বাচনে কমনওয়েলথের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা
- যে কারণে 'ভ্যাম্পায়ার' দাঁতে আগ্রহ বাড়ছে তরুণীদের
- অবশেষে চলেই গেলেন কিংবদন্তী অভিনেতা ধর্মেন্দ্র, ভারতীয় গণমাধ্যমের দাবি
- প্রধান উপদেষ্টা সুষ্ঠু নির্বাচন করতে পারবেন, বিশ্বাস বিএনপির: রিজভী
- মোহাম্মদপুরে অপহরণ ও নির্যাতনের মামলায় গ্রেপ্তার ৯
- সাময়িক বন্ধ হচ্ছে এনআইডি সংশোধন কার্যক্রম
- ঝিনাইদহে উদ্ধারকৃত ১৬ ককটেল ধ্বংস করল বোম্ব ডিসপোজাল ইউনিট
- জবির নারীসহ চার শিক্ষার্থীকে মারধর
- ‘আওয়ামী লীগের ডিজিটাল নিরাপত্তা আইন ছিল সবার সঙ্গে প্রতারণা’
- দীর্ঘ বিরতির পর আবার আলোচনায় বিদ্যা সিনহা মিম
- ‘গণতন্ত্রের চর্চা হোক ক্লাসরুম থেকে’ স্লোগানে চবি রাজনীতি বিজ্ঞান বিভাগে সিআর নির্বাচন
- নির্বাচন ও গণভোটের বাজেট নিয়ে কোনো সমস্যা হবে না: অর্থ উপদেষ্টা
- রংপুরে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৭
- মালয়েশিয়ায় বন্যা: শাহ আলমের আশেপাশে বেশ কয়েকটি সড়ক বন্ধ, ভ্রমণে ঝুঁকি