মানিকগঞ্জ শহরের অন্যতম ব্যস্ত গঙ্গাধর পট্টির রাস্তার সংস্কার কাজ দীর্ঘদিনেও শেষ হয়নি। গুরুত্বপূর্ণ এই রাস্তা দিয়ে রিকশা, সাইকেল, হ্যালোবাইকসহ সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। চরম ভোগান্তিতে পড়েছে এই রাস্তায় চলাচলকারীরা। একটু বৃষ্টি হলে দুর্ভোগ বেড়ে যায় কয়েক গুণ। রাস্তার দুই পাশের দোকান মালিক ও ব্যবসায়ীরা বলেন, রাস্তার কাজ শেষ না করায় আমাদের ব্যবসা একেবারেই বন্ধের উপক্রম হয়েছে। কলেজ শিক্ষার্থী নিলীমা ও সুজাতা বলেন, রাস্তার এমন অবস্থা, রিকশা তো দূরের কথা হেঁটেও চলাচল করা যায় না। দ্রুত এ সমস্যার সমাধান হওয়া উচিত। মানিকগঞ্জ পৌর নাগরিক অধিকার বাস্তবায়ন পরিষদের সভাপতি সুলতানুল আজম খান আপেল বলেন, প্রতিটি কাজেই পৌরসভা কর্তৃপক্ষের গাফিলতি রয়েছে। বেউথা ব্রিজের উত্তর পাড় বছরের পর বছর চলাচলের অনুপযোগী হয়ে পড়ে আছে। প্রতিদিন ছোটবড় দুর্ঘটনা ঘটছে। এদিকে কারও কোনো নজর নেই। পৌরসভা কর্তৃপক্ষের তদারকির অভাবে গঙ্গাধর পট্টির রাস্তাটি দীর্ঘদিন এ অবস্থায় পড়ে রয়েছে। মেয়াদ শেষ হলেও কাজ কিছুই হয়নি। অসহনীয় কষ্ট করতে হচ্ছে এ রাস্তায় চলাচলকারীদের। মানুষের কষ্টের কথা চিন্তা করে দ্রুত রাস্তার কাজ শেষ করার দাবি জানালেন তিনিও। মানিকগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র মো. তসলিম মিয়া বলেন, বেউথা স্লুইসগেট হতে সোনাকান্দ খাল পুনঃখনন ও ড্রেনেজ উন্নয়নে ২৮ কোটি টাকার কাজটি পান এ্যাপেক্স অ্যান্ড কামরুল ব্রাদার্স ঠিকাদারি প্রতিষ্ঠান। সময়মতো কাজ শেষ না করার কারণে তাকে চূড়ান্ত নোটিস দেওয়া হয়েছে। ব্যত্যয় ঘটলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ঠিকাদারি প্রতিষ্ঠান এ্যাপেক্স অ্যান্ড কামরুল ব্রাদার্সের স্বত্বাধিকারী লাভলু মিয়া বলেন, এ বছর জুনের মধ্যে কাজ শেষ করার কথা ছিল। কিন্তু আবাসিক এলাকা হওয়ার কারণে বাড়ির স্যুয়ারেজের পাইপের কাজ করতে গিয়ে সময় বেশি লাগছে। এ ছাড়া ঈদ ও নির্বাচনের সময় কাজ বন্ধ থাকার কারণে সময়মতো কাজ শেষ হয়নি।
শিরোনাম
- সাড়ে ৯ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল স্বাভাবিক
- নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়া
- সাদিয়া আয়মানের অভিনয়ে মুগ্ধ অনিরুদ্ধ রায়
- গাইবান্ধা কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- আদাবরের শীর্ষ ছিনতাইকারী ‘চোরা রুবেল’ গ্রেপ্তার
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
- শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে বিভাগীয় শহরে বাস দিল জবি
- ভূমিকম্প অনিশ্চিত তাই বিদ্যালয় বন্ধের সুযোগ নেই: প্রাথমিক শিক্ষা উপদেষ্টা
- ঢাকা মেডিকেলে একাডেমিক কার্যক্রম আগামী ২৯ নভেম্বর পর্যন্ত বন্ধ
- বাগেরহাটে ৩ বান্ধবীকে শ্লীলতাহানি ও একজনকে ধর্ষণের অভিযোগে মামলা
- হাসিনা-কামালকে ফেরাতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে : পররাষ্ট্র উপদেষ্টা
- পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিবিএ কার্নিভাল-৩ অনুষ্ঠিত
- নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার
- ফ্যাসিজম সহ্য করা হবে না, নিজেরাও ফ্যাসিষ্ট হবো না: তানিয়া রব
- বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন
- ৮১ দেশি পর্যবেক্ষকের সঙ্গে ইসির সংলাপ ২৫ নভেম্বর
- ‘ফ্যামিলি ম্যান থ্রি’: মনোজ নয়, জয়দীপের সিজন?
- টিকটক ইউজারদের জন্য চালু হলো টাইম অ্যান্ড ওয়েল-বিয়িং ফিচার
- পটুয়াখালীতে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
- বাংলাদেশের কাল ব্রুনাই চ্যালেঞ্জ