মানিকগঞ্জ শহরের অন্যতম ব্যস্ত গঙ্গাধর পট্টির রাস্তার সংস্কার কাজ দীর্ঘদিনেও শেষ হয়নি। গুরুত্বপূর্ণ এই রাস্তা দিয়ে রিকশা, সাইকেল, হ্যালোবাইকসহ সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। চরম ভোগান্তিতে পড়েছে এই রাস্তায় চলাচলকারীরা। একটু বৃষ্টি হলে দুর্ভোগ বেড়ে যায় কয়েক গুণ। রাস্তার দুই পাশের দোকান মালিক ও ব্যবসায়ীরা বলেন, রাস্তার কাজ শেষ না করায় আমাদের ব্যবসা একেবারেই বন্ধের উপক্রম হয়েছে। কলেজ শিক্ষার্থী নিলীমা ও সুজাতা বলেন, রাস্তার এমন অবস্থা, রিকশা তো দূরের কথা হেঁটেও চলাচল করা যায় না। দ্রুত এ সমস্যার সমাধান হওয়া উচিত। মানিকগঞ্জ পৌর নাগরিক অধিকার বাস্তবায়ন পরিষদের সভাপতি সুলতানুল আজম খান আপেল বলেন, প্রতিটি কাজেই পৌরসভা কর্তৃপক্ষের গাফিলতি রয়েছে। বেউথা ব্রিজের উত্তর পাড় বছরের পর বছর চলাচলের অনুপযোগী হয়ে পড়ে আছে। প্রতিদিন ছোটবড় দুর্ঘটনা ঘটছে। এদিকে কারও কোনো নজর নেই। পৌরসভা কর্তৃপক্ষের তদারকির অভাবে গঙ্গাধর পট্টির রাস্তাটি দীর্ঘদিন এ অবস্থায় পড়ে রয়েছে। মেয়াদ শেষ হলেও কাজ কিছুই হয়নি। অসহনীয় কষ্ট করতে হচ্ছে এ রাস্তায় চলাচলকারীদের। মানুষের কষ্টের কথা চিন্তা করে দ্রুত রাস্তার কাজ শেষ করার দাবি জানালেন তিনিও। মানিকগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র মো. তসলিম মিয়া বলেন, বেউথা স্লুইসগেট হতে সোনাকান্দ খাল পুনঃখনন ও ড্রেনেজ উন্নয়নে ২৮ কোটি টাকার কাজটি পান এ্যাপেক্স অ্যান্ড কামরুল ব্রাদার্স ঠিকাদারি প্রতিষ্ঠান। সময়মতো কাজ শেষ না করার কারণে তাকে চূড়ান্ত নোটিস দেওয়া হয়েছে। ব্যত্যয় ঘটলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ঠিকাদারি প্রতিষ্ঠান এ্যাপেক্স অ্যান্ড কামরুল ব্রাদার্সের স্বত্বাধিকারী লাভলু মিয়া বলেন, এ বছর জুনের মধ্যে কাজ শেষ করার কথা ছিল। কিন্তু আবাসিক এলাকা হওয়ার কারণে বাড়ির স্যুয়ারেজের পাইপের কাজ করতে গিয়ে সময় বেশি লাগছে। এ ছাড়া ঈদ ও নির্বাচনের সময় কাজ বন্ধ থাকার কারণে সময়মতো কাজ শেষ হয়নি।
শিরোনাম
- আমিরাতকে হারিয়ে শেষ চারে ভারতের সঙ্গী পাকিস্তান
- গাজা নগরীতে দুই দিনে দেড় শতাধিক হামলা ইসরায়েলের
- গাজাবাসীকে ফের জোরপূর্বক উচ্ছেদের নিন্দায় পোপ
- স্বর্ণের দাম কমেছে
- ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞার প্রস্তাব ইউরোপিয়ান ইউনিয়নের
- ছাত্র সংসদ আর জাতীয় নির্বাচন এক নয় : টুকু
- যুক্তরাষ্ট্র থেকে অস্ত্র কেনা বন্ধ করলো কলম্বিয়া
- রেমিট্যান্স প্রবাহে ২৮.৫ শতাংশ প্রবৃদ্ধি
- বিশ্ব বাণিজ্যে রূপান্তর ঘটাবে কৃত্রিম বুদ্ধিমত্তা : বিশ্ব বাণিজ্য সংস্থা
- আবারও রিজার্ভ ৩১ বিলিয়ন ডলার ছাড়াল
- দুর্গাপূজা ঘিরে স্বৈরাচারের অপচেষ্টার বিরুদ্ধে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে : তারেক রহমান
- র্যাংকিংয়েও আফগানদের টপকে গেল টাইগাররা
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে পাঁচজনের মৃত্যু
- ‘পিআর ইস্যুতে আলোচনার টেবিল রেখে রাজপথে যাওয়া স্ববিরোধিতা’
- শেখ হাসিনা ও তার পরিবারের কেউ ভোট দিতে পারবেন না
- ভাঙ্গা থানায় ভাঙচুরের ঘটনায় নিক্সন চৌধুরীসহ ২৯ জনের নামে মামলা
- ‘অপারেশন প্যাসিফিক এঞ্জেল ২৫-৩’ এ উড্ডয়ন প্রশিক্ষণ অনুশীলন
- ‘পিআর পদ্ধতির দাবি জনগণের প্রত্যাশার প্রতি মুনাফেকি’
- ফেব্রুয়ারিতেই স্বচ্ছ ও উৎসবমুখর নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা
- দুর্গাপূজায় কোনো ধরনের হুমকি নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা