বেনাপোল বন্দর দিয়ে ২ লাখ ৩১ হাজার ৮৪০ পিস ভারতীয় ডিম আমদানি করা হয়েছে। ভারতের পেট্রাপোল বন্দর দিয়ে রবিবার রাতে ডিমের চালান বেনাপোল বন্দরে প্রবেশ করে। বেনাপোল কাস্টমস থেকে শুল্ক করাদি পরিশোধ করে গতকাল চালান খালাস নেওয়া হয়েছে। কাস্টমসে প্রতিটি ডিমের শুল্ক করাদি ও পরিবহন খরচ দিয়ে বেনাপোল পর্যন্ত পৌঁছাতে মূল্য দাঁড়িয়েছে ৬ টাকা ৮৫ পয়সা।