গাজীপুরের কাপাসিয়ায় পঞ্চম শ্রেণির এক ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে সিংহশ্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক লুৎফুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ।ওই শিক্ষক স্থানীয় বিবাদিয়া গ্রামের বাসিন্দা। এর আগে গত রবিবার সকালে ওই শিক্ষার্থীকে শ্লীলতাহানির ঘটনায় থানায় লিখিত অভিযোগ করেন তার বাবা। কাপাসিয়া থানার ওসি আবু বকর মিয়া জানান, গতকাল গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।