গাইবান্ধার ফুলছড়িতে জলাবদ্ধতা নিরসনের জন্য ওয়াপদা বাঁধে রেগুলেটর নির্মাণসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে খাল সংস্কারের দাবিও জানানো হয়। গতকাল সকালে উপজেলার কালির বাজার বটতলা এলাকায় জাতীয় কৃষক খেতমজুর সমিতি ফুলছড়ি শাখার উদ্যোগে এ কর্মসূচি পালন করা
হয়। সমাবেশ শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে একটি স্মারকলিপি প্রদান করা হয়। আবদুল হামিদ সরকারের সভাপতিত্বে সমাবেশে বক্তৃতা করেন মোশাররফ হোসেন নান্নু, রেবতী বর্মণ, গোলাম মোস্তফা, গোপাল কৃষ্ণ রায়, আব্দুল্যাহ সরকার প্রমুখ।