বগুড়ার নন্দীগ্রামে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখা ৩১ দফা প্রচারণা ও গ্রাম ইউনিট কমিটি গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার সন্ধ্যায় পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে এ সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর।
পৌর বিএনপির সভাপতি মোহাম্মদ আলেকজান্ডার, সাধারণ সম্পাদক শফিউল আলম সুমন, সাবেক মেয়র সুশান্ত সরকার শান্ত, বিএনপি নেতা গোলাম মোস্তফা, এনামুল হক বাচ্চু, যুবদল নেতা আবদুর রউফ রুবেল, জাহাঙ্গীর আলম সবুজ, আরিফুল ইসলাম মজনু, গোলাম রব্বানী, মেহেদী হাসান শাহীন প্রমুখ।