গাজীপুরে ব্ল্যাকলিস্ট থেকে শ্রমিকদের নাম প্রত্যাহার এবং শ্রমিক নিহতের গুজবে শ্রমিকদের সঙ্গে কারখানার কর্মকর্তাদের ধাওয়া-পাল্টা ধাওয়া ঘটেছে। এ ঘটনায় চার শ্রমিক আহত হয়েছেন। গতকাল বিকালে মহানগরের কোনাবাড়ীর ইসলাম গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ কারখানায় এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কারখানা ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
কারখানার কর্মকর্তা রবিউল ইসলাম জানান, বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে ৬৪ জন শ্রমিককে চাকরিচ্যুত করা হয়। শ্রম আইন অনুযায়ী ওইসব শ্রমিকের সব পাওনা পরিশোধ করা হয়। শ্রমিকদের অভিযোগ, ছাঁটাই শ্রমিকদের বিজিএমইএর ব্ল্যাকলিস্টে রাখার কারণে অন্য কোনো পোশাক কারখানায় তাঁদের চাকরি হচ্ছে না।
পুলিশ, শ্রমিক ও স্থানীয়রা জানান, দুপুরে কারখানার প্রধান ফটকে ছাঁটাই শ্রমিকরা ব্ল্যাকলিস্ট থেকে নাম প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ করেন। এ সময় শ্রমিকদের সঙ্গে কারখানার কর্মকর্তাদের কয়েক দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এতে চার শ্রমিক আহত হন। গাজীপুর শিল্পপুলিশ-২-এর পুলিশ সুপার সারোয়ার আলম বলেন, ‘ইসলাম গ্রুপের পোশাক কারখানায় শ্রমিকদের সঙ্গে কর্মকর্তাদের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে। ঘটনাস্থলে শিল্পপুলিশ মোতায়েন রয়েছে।’