শ্রীনগরের এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনে তরুণী শাহিদা আক্তারকে (২৪) গুলি করে হত্যার ঘটনায় প্রেমিক তৌহিদকে প্রধান আসামি করে মামলা করা হয়েছে। গতকাল নিহতের মা জরিনা বেগম বাদী হয়ে শ্রীনগর থানায় মামলাটি করেন।
শ্রীনগর থানার ওসি কাইয়ুম উদ্দিন বলেন, প্রধান আসামি তৌহিদকে গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে।
গত শনিবার ভোরে এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনে শাহিদা আক্তারের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে পুলিশ। তিনি রাজধানীর ওয়ারীতে থাকতেন।