লালমনিরহাটের সাংবাদিকদের হেনস্থাকারী লালমনিরহাট রেলওয়ের বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী তাসরুজ্জামান বাবুর শাস্তির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন জেলায় কর্মরত সাংবাদিকরা। গতকাল লালমনিরহাট রেলওয়ের বিভাগীয় ম্যানেজারের মূলফটকের সামনে এ কর্মসূচি পালন করেন সাংবাদিকরা। এর আগে রবিবার হেনস্তার শিকার হন তিন সাংবাদিক।
মানববন্ধনে অংশ নেওয়া সাংবাদিকরা জানান, রেলওয়ের অ্যাটেনডেন্ট সোহেল রানা ও আবদুর রব রাহাত ১৯ নভেম্বর রংপুর এক্সপ্রেস ট্রেনে বিনা টিকিটের যাত্রীদের কাছ থেকে ভাড়া বাবদ বিনা রশিদে অর্থ আদায় করে তছরুপ করেন। এমন একটি ভিডিও যাত্রীরা ধারণ করে ফেসবুকে ছড়িয়ে দেন। সেই বিষয় বক্তব্য জানতে ১ ডিসেম্বর একটি অনলাইন দৈনিকের জেলা প্রতিনিধি নিয়াজ আহমেদ সিপনসহ তিনজন সাংবাদিক লালমনিরহাট বিভাগীয় রেলওয়ের যান্ত্রিক প্রকৌশলী (ক্যারেজ অ্যান্ড ওয়াগন) তাসরুজ্জামান বাবুর কার্যালয়ে যান। এ সময় ওই কর্মকর্তা তেড়ে উঠে সাংবাদিকদের হেনস্থা করে কক্ষ থেকে বের করে দেন। এদিকে এ ঘটনায় দায় এড়াতে যাত্রীদের কাছ থেকে আদায় ও অর্থ তছরুপ করার অভিযোগে দুই অ্যাটেনডেন্টকে সাময়িক বরখাস্থ ও শোকজ করেন তাসরুজ্জামান বাবু। তবে সাংবাদিকদের হেনস্থা করা কর্মকর্তা তাসরুজ্জামানের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় ফুঁসে উঠেন জেলার সাংবাদিকরা।
সিনিয়র সাংবাদিক গোকুল রায়ের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন আনিচুর রহমান লাডলা, মিলন পাটোয়ারী, তৌহিদুল ইসলাম লিটন প্রমুখ। এ সময় লালমনিরহাটে কর্মরত শতাধিক গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন। ২৪ ঘণ্টার মধ্যে ওই কর্মকর্তার শাস্তির ব্যবস্থা না করলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।