আজ (১৩ ডিসেম্বর) বহলা ট্র্যাজেডি দিবস। দিনটির কথা মনে হলে এখনো বহলাসহ আশপাশের গ্রামের লোকজন শিউরে ওঠেন। দিবসটি ঘিরে সকালে স্মৃতিস্তম্ভ চত্বরে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
দিনাজপুরের বিরল উপজেলার কাঞ্চন রেল ব্রিজের দক্ষিণে বিজোড়া ইউনিয়নে বহলা গ্রাম। ১৯৭১-এর ১৩ ডিসেম্বর সন্ধ্যায় পুরো পাড়া ঘিরে ফেলে হানাদার বাহিনী ও তাদের দোসররা। তারা প্রস্তাব দেয় সেখানে খানদের ক্যাম্প স্থাপন করার। গ্রামের সাধারণ মানুষ আপত্তি তুললে পাকসেনারা নিরীহ লোকজনকে সারিবদ্ধ হতে বলে। হানাদার বাহিনী এসব মানুষকে ব্রাশফায়ার করে। এতে ৩৯ জনের মৃত্যু হয়। হানাদাররা রক্তাক্ত লাশ স্তূপ করে চলে যায়। তিন দিন পর ১৬ ডিসেম্বর বিকালে পচন ধরা লাশগুলো পাশে গণকবরে সমাহিত করা হয়।