জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে গাছের চারা বিতরণ করা হয়েছে। এ সময় কৃষকদের মাঝে বিভিন্ন ফলদ, বনজ, সবজি চারা বিতরণ করা হয়। গতকাল জেলা বিএনপির কার্যালয়ে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপি সভাপতি রেজাউল করিম বাদশা। বগুড়া জেলা কৃষক দলের আহ্বায়ক ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম রনি এতে সভাপতিত্ব করেন।
রেজাউল করিম বাদশা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কৃষকদের ভাগ্য উন্নয়নে কাজ করে যাচ্ছেন। আমাদের সবাইকে বেশি বেশি গাছ লাগাতে হবে। পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য গাছ লাগানোর কোনো বিকল্প নাই।