গাইবান্ধার গোবিন্দগঞ্জে ৫ কেজি গাঁজাসহ পাঁচ মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার রাতে উপজেলার সিংহডাঙ্গা এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তারা হলেন- রবিউল ইসলাম, রমজান আলী, নাজমুল মিয়া, আল আমিন ও লিমন ইসলাম। গতকাল গাইবান্ধা জেলা গোয়েন্দা পুলিশের এসআই সোহানুর রহমান ও গোবিন্দগঞ্জ থানার এসআই হাফিজুর রহমান এ তথ্য জানান।