ভাঙ্গায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে কমপক্ষে সাতজন আহত হয়েছেন। উপজেলার পশ্চিম আলগী গ্রামে গতকাল বেলা ১১টার দিকে এ সংঘর্ষ হয়। আহতদের মধ্যে রাজীব (২৮) এবং লিমন (২৬) নামে দুজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। একজন ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং একজনকে নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ওসি আশরাফ হোসেন জানান, দোকান বিক্রি নিয়ে দুই পক্ষের বিরোধ থেকে সংঘর্ষ হয়েছে।
পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে। এ ব্যাপারে এখনো কোনো পক্ষ অভিযোগ করেনি।
সংঘর্ষে আহত দেলোয়ার ফেরদৌসী বেগম জানান, এলাকায় দুটি পক্ষ রয়েছে। একপক্ষে নেতৃত্ব দেন আলী মিয়া মাতুব্বর এবং অন্যপক্ষের নেতৃত্বে আছেন দেলোয়ার মাতুব্বর। হরিরহাট বাজারে দুটি দোকান নিয়ে কয়েকবার তাদের ঝগড়া হয়েছে। এ নিয়ে গতকাল সালিশ বসে। বৈঠক চলাকালে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে সংঘর্ষ বাধে। কয়েকটি বাড়িঘরে হামলা করা হয়।