এক সময় বাঁশের তৈরি রকমারি পণ্য ব্যবহার হতো গৃহস্থলির কাজে। বর্তমানে সেই জায়গা দখলে নিয়েছে প্লাস্টিক সামগ্রী ও আধুনিক নানা যন্ত্র। কদর কমেছে বাঁশের তৈরি জিনিসপত্রের। আধুনিক প্রযুক্তির দাপটে প্রসার ঘটেনি এ শিল্পের। অব্যাহত লোকসানের কারণে অনেকে ঝুঁকছেন অন্য পেশায়। শত প্রতিকূলতার মধ্যেও পূর্ব-পুরুষের এ পেশা ধরে রেখেছেন জয়পুরহাটের মাহালি সম্প্রদায়। দুর্মূল্যের বাজারেও প্রতিদিন এ সম্প্রদায়ের ৭০-৮০ পরিবারের পুরুষ ও নারীরা সকাল-বিকাল বাঁশ থেকে তৈরি করছেন নানা সামগ্রী। বাঁশ কেটে ফালি করে কাঠি তুলে শুকিয়ে তৈরি করেন কুলা, খইচালা, চালুনি, টোপা ও চাঙারিসহ অন্য প্রয়োজনীয় সামগ্রী। বাঁশের দাম বেশি হলেও চাহিদা কমে যাওয়ায় এসব পণ্যের দাম বাড়েনি। এ কাজ করে এখন তাদের পারিশ্রমিক ওঠে না। তার পরও পেশা আকড়ে আছেন অনেকে। প্রতিদিন তৈরি করা সামগ্রী তারা বিক্রি করেন স্থানীয় দোকানে। পাইকারিও বিক্রি হয়। এতে দিনে দুই থেকে আড়াই শ টাকার বেশি রুজি হয় না। এ দিয়েই কষ্টে সংসার চলছে তাদের। জয়পুরহাট পৌরসভার খঞ্জনপুর মাহালি সম্প্রদায়ের মোহন বসাকে বলেন, একটা বাঁশ গ্রাম থেকে সংগ্রহ করতে তাদের একবেলা চলে যায়। বাঁশের দামও এখন বেশি। আগের ১২০ টাকা দামের বাঁশ এখন কিনতে হয় ২০০-২২০ টাকায়। একটা বাঁশ থেকে দুই-তিনটা ডালা-চাঙারি তৈরি করতে ছেলে-মেয়ে নিয়ে সারাদিন পরিশ্রম করতে হয়। যা বিক্রি হয় সর্বোচ্চ ৫০০ টাকায়। এ দিয়ে সংসার চালাতে হিমশিম খেতে হয়। তার পরও বাপ-দাদার পেশা ধরে আছি। পঞ্চাশোর্ধ্ব কৃষ্ণ মুর্মু বলেন, আমাদের ছেলে-মেয়েরা এ কাজ করতে চায় না। তারা অন্য পেশা বেছে নিয়েছে। আমরাতো অন্য কাজ পারি না। তাই বাঁশের জিনিষপত্র তৈরি করেই আমরা জীবন পার করছি। বাংলাদেশ ক্ষুদ্র ও কুটিরশিল্প করপোরেশন-বিসিক জয়পুরহাটের উপব্যবস্থাপক লিটন চন্দ্র ঘোষ বলেন, ‘বাঁশের তৈরি শৌখিন সামগ্রীর কদর এখনো আছে। এবার বৈশাখী মেলায় ব্যাপক চাহিদা ছিল এসব সামগ্রীর। আমরা সরকারিভাবে প্রশিক্ষণও দিচ্ছি। এ ছাড়া কুটির শিল্প প্রসারে সহজশর্তে ঋণ দেওয়া হয়।
শিরোনাম
- রেস্টুরেন্ট নয়, এ যেন মরণফাঁদ!
- বিদ্যুৎ বিভ্রাটে অচল লন্ডনের পাতাল রেল ব্যবস্থা
- সর্বশেষ জীবিত মার্কিন-ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিল হামাস
- ইউপিডিএফকে নিষিদ্ধের দাবিতে রাঙামাটিতে মহাসমাবেশ
- ময়মনসিংহে ঝড়ে ক্ষতিগ্রস্ত তিন পরিবারের পাশে তারেক রহমান
- স্বর্ণের দাম আরও কমেছে
- আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত: ইসি সচিব
- মিয়ানমার জান্তার বিমান হামলায় ১৭ শিক্ষার্থী নিহত: রিপোর্ট
- ফেনীতে বৈষম্যবিরোধী মামলায় আওয়ামী লীগ নেতা কারাগারে
- বাগেরহাটে খালের পাড়ে পড়ে ছিল বৃদ্ধের মরদেহ
- গাজা যুদ্ধ নিয়ে নেতানিয়াহুকে এক হাত নিলেন ইসরায়েলের সাবেক সেনাপ্রধান
- ফেনীতে বৈষম্যবিরোধী মামলায় আওয়ামী লীগ নেতা কারাগারে
- ভুটানের লিগে ম্যাচসেরা বাংলাদেশের কৃষ্ণা, দল জিতেছে ৮-০ গোলে
- অধিনায়ক লিটনের লক্ষ্য সিরিজ জয়
- যুদ্ধ কোনও বলিউড মুভি নয়, কেন বললেন ভারতের সাবেক সেনাপ্রধান
- নাসিকের যানজট নিরসন কর্মীদের উপর অটোচালকদের হামলা, আহত ১০
- পুলিশের হাতে কোনো মারণাস্ত্র থাকবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা
- রাকিবুল-আকবরের ঝড়ে বাংলাদেশের রোমাঞ্চকর জয়
- বাকেরগঞ্জ ও পৌর বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ
- বিদেশে চিকিৎসা খরচে সুবিধা বাড়ল, নেওয়া যাবে ১৫ হাজার ডলার
জয়পুরহাটে দুর্দিনে বাঁশশিল্প
লোকসানে পেশা ছাড়ছেন অনেকে
জয়পুরহাট প্রতিনিধি
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর