এক সময় বাঁশের তৈরি রকমারি পণ্য ব্যবহার হতো গৃহস্থলির কাজে। বর্তমানে সেই জায়গা দখলে নিয়েছে প্লাস্টিক সামগ্রী ও আধুনিক নানা যন্ত্র। কদর কমেছে বাঁশের তৈরি জিনিসপত্রের। আধুনিক প্রযুক্তির দাপটে প্রসার ঘটেনি এ শিল্পের। অব্যাহত লোকসানের কারণে অনেকে ঝুঁকছেন অন্য পেশায়। শত প্রতিকূলতার মধ্যেও পূর্ব-পুরুষের এ পেশা ধরে রেখেছেন জয়পুরহাটের মাহালি সম্প্রদায়। দুর্মূল্যের বাজারেও প্রতিদিন এ সম্প্রদায়ের ৭০-৮০ পরিবারের পুরুষ ও নারীরা সকাল-বিকাল বাঁশ থেকে তৈরি করছেন নানা সামগ্রী। বাঁশ কেটে ফালি করে কাঠি তুলে শুকিয়ে তৈরি করেন কুলা, খইচালা, চালুনি, টোপা ও চাঙারিসহ অন্য প্রয়োজনীয় সামগ্রী। বাঁশের দাম বেশি হলেও চাহিদা কমে যাওয়ায় এসব পণ্যের দাম বাড়েনি। এ কাজ করে এখন তাদের পারিশ্রমিক ওঠে না। তার পরও পেশা আকড়ে আছেন অনেকে। প্রতিদিন তৈরি করা সামগ্রী তারা বিক্রি করেন স্থানীয় দোকানে। পাইকারিও বিক্রি হয়। এতে দিনে দুই থেকে আড়াই শ টাকার বেশি রুজি হয় না। এ দিয়েই কষ্টে সংসার চলছে তাদের। জয়পুরহাট পৌরসভার খঞ্জনপুর মাহালি সম্প্রদায়ের মোহন বসাকে বলেন, একটা বাঁশ গ্রাম থেকে সংগ্রহ করতে তাদের একবেলা চলে যায়। বাঁশের দামও এখন বেশি। আগের ১২০ টাকা দামের বাঁশ এখন কিনতে হয় ২০০-২২০ টাকায়। একটা বাঁশ থেকে দুই-তিনটা ডালা-চাঙারি তৈরি করতে ছেলে-মেয়ে নিয়ে সারাদিন পরিশ্রম করতে হয়। যা বিক্রি হয় সর্বোচ্চ ৫০০ টাকায়। এ দিয়ে সংসার চালাতে হিমশিম খেতে হয়। তার পরও বাপ-দাদার পেশা ধরে আছি। পঞ্চাশোর্ধ্ব কৃষ্ণ মুর্মু বলেন, আমাদের ছেলে-মেয়েরা এ কাজ করতে চায় না। তারা অন্য পেশা বেছে নিয়েছে। আমরাতো অন্য কাজ পারি না। তাই বাঁশের জিনিষপত্র তৈরি করেই আমরা জীবন পার করছি। বাংলাদেশ ক্ষুদ্র ও কুটিরশিল্প করপোরেশন-বিসিক জয়পুরহাটের উপব্যবস্থাপক লিটন চন্দ্র ঘোষ বলেন, ‘বাঁশের তৈরি শৌখিন সামগ্রীর কদর এখনো আছে। এবার বৈশাখী মেলায় ব্যাপক চাহিদা ছিল এসব সামগ্রীর। আমরা সরকারিভাবে প্রশিক্ষণও দিচ্ছি। এ ছাড়া কুটির শিল্প প্রসারে সহজশর্তে ঋণ দেওয়া হয়।
শিরোনাম
- লঙ্কানদের বড় ব্যবধানে হারিয়ে সমতায় ফিরল টাইগাররা
- কর্নেল ইভাল হত্যা: রুশ গুপ্তচরদের হত্যা করল ইউক্রেন
- শেষ মুহূর্তের গোলে নেপালকে হারাল বাংলাদেশ
- ঝিনাইগাতীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল তিন মাদ্রাসা শিক্ষার্থীর
- সংস্কার কমিশন মানুষের মনের ভাষা বুঝবে না : আমীর খসরু
- নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি গ্রেফতার
- সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে রাজধানীতে বিএনপির বিক্ষোভ মিছিল
- লিটন-শামীমের ব্যাটে বাংলাদেশের লড়াকু সংগ্রহ
- ৯ টাকার ওষুধ ৮০ টাকায় বিক্রি, জরিমানা ৫০ হাজার
- শিক্ষাপ্রতিষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানের গ্রাফিতি প্রতিযোগিতা
- সারাদেশে বিশেষ পুলিশি অভিযানে গ্রেফতার ১৫৬৮
- ত্রিদেশীয় সিরিজ: ফিন অ্যালেনের চোটে কপাল খুলল কনওয়ের
- শিরোনামহীনের নতুন গান ‘কতদূর’
- নেপালের বিপক্ষে ২ গোলে এগিয়ে থেকে বিরতিতে বাংলাদেশ
- যশোরে ১১ স্বর্ণের বারসহ আটক ৩
- ক্লাব বিশ্বকাপের ফাইনালে রাতে মুখোমুখি পিএসজি-চেলসি
- কর্মস্থলে অনুপস্থিত আরও ৪ পুলিশ কর্মকর্তা বরখাস্ত
- এক ওভারে ৬ ছক্কা! রেকর্ড তালিকায় বুলগেরিয়ার মানান বশির
- বাংলাদেশ-পাকিস্তান সিরিজের টিকিটের মূল্য তালিকা প্রকাশ
- টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ
জয়পুরহাটে দুর্দিনে বাঁশশিল্প
লোকসানে পেশা ছাড়ছেন অনেকে
জয়পুরহাট প্রতিনিধি
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর