জেলার কালীগঞ্জে শীতলক্ষ্যা নদী থেকে অনিতা কর্মকার (৪০) নামে এক নারী শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল উপজেলার মূলগাঁও থেকে লাশটি উদ্ধার করে টঙ্গী নৌপুলিশ। অনিতা কর্মকার নরসিংদীর মনোহরদী উপজেলার আড়াল গ্রামের সুবল কর্মকারের মেয়ে এবং টাঙ্গাইলের অসীম কর্মকারের স্ত্রী। তিনি পলাশ উপজেলার ডাঙ্গা ইউনিয়নের প্রাণের কৃষি বিপণন কারখানায় কাজ করতেন এবং খীলপাড়া গ্রামে ভাড়া বাসায় স্বামীর সঙ্গে বাস করতেন। স্বজনরা জানান, অনিতা কর্মকার ২৪ জুন থেকে নিখোঁজ ছিলেন। পরদিন নরসিংদীর পলাশ থানায় জিডি করা হয়। এসআই মাহমুদুর রহমান জানান, লাশটি কয়েক দিন পানিতে পড়ে ছিল বলে ধারণা করা হচ্ছে। তদন্ত শেষে মৃত্যুর কারণ জানা যাবে।