কুমিল্লার চান্দিনায় গতকাল প্রাইভেটকারের চাপায় মা-মেয়ের মৃত্যু হয়েছে। এ ছাড়া শুক্রবার রাত থেকে শনিবার বিকাল পর্যন্ত বগুড়া, নেত্রকোনা, শেরপুর, চট্টগ্রাম ও ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় আরও ছয়জনের মৃত্যু হয়েছে। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের খবর-
কুমিল্লা : চান্দিনা উপজেলার কুটুম্বপুর এলাকায় গতকাল সন্ধ্যায় প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে পথচারী শিশুকন্যাসহ এক নারীকে চাপা দিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। আহত হয়েছেন প্রাইভেটকারে থাকা তিন যাত্রী। নিহতরা হলেন- উপজেলার কুটুম্বপুর গ্রামের রবিউল ইসলামের স্ত্রী মাহিনুর আক্তার (২৫) ও তার মেয়ে তাকিয়া ইসলাম (২)।
বগুড়া : গতকাল ভোরে সদর উপজেলার নওদাপাড়া টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালের সামনে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে এক শিশু এবং সকালে শহরের মাটিডালী বিমানমোড় এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় এক বৃদ্ধের মৃত্যু হয়। তারা হলেন- শিবগঞ্জ উপজেলার মোকামতালা এলাকার দিদারুল ইসলামের জোবাইদা (১০ মাস) ও সদরের শাখারিয়া গ্রামের রেহেনা বেগম (৬০)।
নেত্রকোনা : নেত্রকোনা-ময়মনসিংহ মহাসড়কের সদর উপজেলার সাকুয়া এলাকায় সিএনজি কাভার্ড ভ্যানের সংঘর্ষে একজন নিহত ও একজন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে গতকাল দুপুরে। নিহতের নাম হারেজ মিয়া (৬০)।
শেরপুর : ঝিনাইগাতী উপজেলার জোলগাঁও এলাকায় বাসের ধাক্কায় আশরাফ আলী (৮০) নামে এক পথচারী মারা গেছেন। সকালে জোলগাঁও নতুন সড়কের তালিমুল কোরআন মাদরাসার সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতের বাড়ি একই এলাকায়।
চট্টগ্রাম : হাটহাজারী পৌরসভার মিরেরহাট বাজার এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে হাবিবুর রহমান নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে হাটহাজারী-নাজিরহাট আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। তিনি পৌরসভার শায়েস্তা খাঁ পাড়ার আবদুল মোনাত কালু সওদাগরের ছেলে।
ভাঙ্গা (ফরিদপুর) : ভাঙ্গায় গাড়িচাপায় অজ্ঞাত এক নারী (৫২) নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ভাঙ্গা উপজেলার চান্দ্রা ইউনিয়নের সলিলদিয়া এলাকায় শুক্রবার রাতে।