নেত্রকোনায় বিকাশকর্মী রিজন হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবিতে বিক্ষোভ এবং মানববন্ধন হয়েছে। গতকাল জেলা প্রেস ক্লাবের সামনের সড়কে সব মোবাইল টেলিকমের কর্মী ও সচেতন নাগরিকরা এই কর্মসূচি পালন করেন। বিক্ষোভকারীরা বলেন, রিজনের হত্যাকারীরা শনাক্ত হয়েছে। কিন্তু পুলিশ তাদের ধরছে না। আমরা চাই দ্রুত আসামিদের গ্রেপ্তার করে বিচার করা হোক।
রিজন তালুকদার (২২) জেলা শহরের পশ্চিম নাগড়া এলাকার রফিকুল ইসলামের ছেলে। তিনি বিকাশের সেলসম্যান হিসেবে নেত্রকোনায় কর্মরত ছিলেন। গত রবিবার বিকাশ অফিস থেকে সাড়ে ১২ লাখ টাকা নিয়ে দুগিয়া বাজারে যাওয়ার পথে তিনি নিখোঁজ হন। মঙ্গলবার সন্ধ্যায় আটপাড়া উপজেলার ঘাগড়া গ্রামের মগড়া নদী থেকে রিজনের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়।