কুমিল্লার মনোহরগঞ্জে পুকুর থেকে জামাল হোসেন নামে এক দিনমজুরের লাশ উদ্ধার করেছে মনোহরগঞ্জ থানা পুলিশ। গতকাল দুপুরে উপজেলা সদরের দিশাবন্দ গ্রাম থেকে তার লাশ উদ্ধার করা হয়। জামাল দিশাবন্দ গ্রামের সরওয়ার মেম্বারের ছেলে।
পুলিশ, স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার রাত ১০টার দিকে দিশাবন্দ গ্রামের বাচ্চু মিয়ার বাড়িতে তার ছেলে সাকিবের সঙ্গে জামালের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে সাকিব লোকজন নিয়ে জামালকে মারধর করে। খবর পেয়ে ছেলে আলাউদ্দিন জামালকে উদ্ধার করতে গেলে তাকেও মারধর করা হয়। এ সময় চিৎকার শুনে আশপাশের লোকজন এসে তাদের উদ্ধার করে মনোহরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে। ওসি বিপুল চন্দ্র দে বলেন, ‘লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’