শ্রীপুরে রাস্তার কাজে অনিয়মের ভিডিও ধারণ করে কর্তৃপক্ষের কাছে পাঠানোর জেরে এক সাংবাদিককে ঠ্যাংয়ের নালা ভেঙে দেওয়ার হুমকি দিয়েছেন ইউপি সদস্য। ভুক্তভোগী সাংবাদিক শিহাব খান (৩৬) এটিএন নিউজ ও জাতীয় দৈনিক মানবকণ্ঠের শ্রীপুর প্রতিনিধি। অভিযুক্ত ইউপি সদস্যের নাম নূরে আলম (৫০)। তিনি গাজীপুর ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ড সদস্য। হুমকির ৪ মিনিট ২৫ সেকেন্ডের একটি অডিও গতকাল সামাজিক মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে এ নিয়ে নানামুখী আলোচনা-সমালোচনা তৈরি হয়।
এদিকে অভিযুক্ত ইউপি সদস্য বলেন, ‘আমি রাগের মাথায় ওই কথা বলে ফেলছি। রাস্তায় কোনো ধরনের নিম্নমানের ইট ব্যবহার আমি কোনোদিন করেনি। শ্রীপুর থানার ওসি আবদুল বারিক বলেন, এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি।