ঢাকার সাভারে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) সাবেক শিক্ষার্থী দলবদ্ধ ধর্ষণের ঘটনায় প্রধান অভিযুক্ত সোহেল রোজারিওকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার দিবাগত রাতে গাজীপুর কালীগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সোহেল রোজারিও সাভারের কমলাপুর গোয়ালিও এলাকার বাসিন্দা। এর আগে তার সহযোগী মিঠু বিশ্বাসকে গ্রেপ্তার করা হয়। তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। ঘটনায় জড়িত অন্য অভিযুক্ত বিপ্লব রোজারিওকে (৪০) ধরতে পুলিশ কাজ করছে।