মেহেরপুরের মুজিবনগর উপজেলার ভৈরব নদে বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে দুই শিক্ষার্থী নিখোঁজ হয়েছেন। গতকাল দুপুরে উপজেলার রশিকপুর গ্রামের স্লুইসগেট এলাকায় এ ঘটনা ঘটে। রাত ৮টায় এ রিপোর্ট লেখার আগ পর্যন্ত নিখোঁজদের কোনো সন্ধান মেলেনি। নিখোঁজ শিক্ষার্থীরা হলেন- মেহেরপুর সদর উপজেলার টেংরামারী গ্রামের হান্নান শেখের ছেলে তানভীর (২০) ও মুজিবনগর উপজেলার আমদহ গ্রামের মহির হোসেনের ছেলে কৌশিক (২১)। এর মধ্যে তানভীর মেহেরপুর সরকারি কলেজের একাদশ শ্রেণির এবং কৌশিক স্থানীয় একটি মাদরাসার শিক্ষার্থী ছিলেন।