চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় ধানের জমি থেকে মোজাহের উদ্দিন (১৯) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। পুঁইছড়ি ইউনিয়নের প্রেমবাজার এলাকায় গতকাল সকালে লাশটি পাওয়া যায়। মোজাহের ওই ইউনিয়নের চালিয়াপাড়ার জামাল হোসেনে ছেলে। বাঁশখালী থানার পরিদর্শক (তদন্ত) সুধাংশু শেখর হালদার জানান, রবিবার বিকালে বাড়ি থেকে বের হয়ে চায়ের দোকানে যান ওই যুবক। স্থানীয়দের কাছে খবর পেয়ে সোমবার লাশ উদ্ধার করা হয়। তার শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি।