নাটোরের বড়াইগ্রামে অগ্নিকান্ডে দুই ভাইয়ের বসতবাড়ি পুড়ে গেছে। গতকাল সকালে উপজেলার জোনাইল ইউনিয়নের ভিটাকাজিপুর গ্রামে এ ঘটনা ঘটে। অগ্নিকান্ডে নগদ ১০ লাখ টাকা ও স্বর্ণের গহনাসহ ৩০ লাখ টাকার সম্পদ পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত ইসলাম উদ্দিন ও আজাদ ভিটাকাজিপুর গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে। স্থানীয় ওয়ার্ড সদস্য আবদুল কাদের জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে ইসলাম উদ্দিনের বাড়িতে আগুনের সূত্রপাত হয়।