গাজীপুরে এক অতিরিক্ত জেলা ও দায়রা জজ এবং অতিরিক্ত মহানগর দায়রা জজের বাংলোতে দুঃসাহসিক চুরি হয়েছে। গাজীপুর সিটি করপোরেশনের কাজী আজিম উদ্দিন কলেজ রোডে সরকারি কর্মকর্তাদের আবাসিক এলাকায় ওই দুই বিচারকের বাংলোতে এ চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের নাজির মো. বিল্লাল হোসেন পাটোওয়ারী বাদী হয়ে জিএমপির সদর থানায় মামলা করেছেন। মামলায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়েছে। পুলিশ অভিযান চালিয়ে সন্দেহভাজন চারজনকে আটক করেছে। আটকরা হলো- মাসুম, মোজাম্মেল, মানিক মিয়া ও সবুজ। তাদের গতকাল দুপুরে গাজীপুর আদালতে পাঠানো হয়।