কুড়িগ্রামের উলিপুরে বিষপানে হায়দার আলী (৩৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল উপজেলার দুর্গাপুর ইউনিয়নের দালালিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
হায়দার আলী রংপুরের কাউনিয়া উপজেলার বিদ্যানন্দপুর এলাকার জহরুল হকের ছেলে। তিনি দালালিপাড়া গ্রামের কাশেম মিয়ার বাড়িতে ঘরজামাই হিসেবে থাকতেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ১০ বছর থেকে দালালিপাড়া গ্রামে ঘরজামাই হিসেবে বসবাস করছিলেন তিনি।