বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় মালবাহী একটি ট্রলারের ধাক্কায় পুল ভেঙে অজ্ঞাত এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। শুক্রবার দিবাগত রাতে উপজেলার বহরবুনিয়া ইউনিয়নের ফুলহাতা বাজার খালে এ দুর্ঘটনা ঘটে। ওই ব্যবসায়ী বাড়ি পিরোজপুর জেলায় বলে জনা গেছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় ওই ব্যবসায়ীর সবজি ভর্তি ট্রলারটি পুলের সঙ্গে বাঁধা ছিল। এ সময় মালবাহী একটি ট্রলারের ধাক্কায় পুলটি ভেঙে সবজির ট্রলারের ওপর পড়ে। এতে ট্রলারটি দুমড়ে-মুচড়ে যায় এবং অজ্ঞাত ওই ব্যবসায়ী পানিতে পড়ে নিখোঁজ হন।
ওসি মতলুবর রহমান জানান, ‘দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি হেফাজতে নিয়েছে। ফায়ার সার্ভিস খালে তল্লাশি চালাচ্ছে, ধারণা করা হচ্ছে ট্রলারে আরও লোক থাকতে পারে।’