জয়পুরহাটের কালাইয়ে শ্যালকের ছুরিকাঘাতে সহিফুল ইসলাম (৫৫) নামে এক ব্যক্তি খুন হয়েছেন। ঘটনার পর অভিযুক্ত জুয়েল রানা পালানোর সময় স্থানীয় লোকজন তাকে আটক করেছেন। কালাই উপজেলার পুনট পাঁচপাইকা পশ্চিমপাড়া গ্রামে গতকাল সকালে হত্যাকাণ্ড ঘটে। সহিফুল ইসলাম বগুড়ার শিবগঞ্জ উপজেলার আপসোন গ্রামের আবুল কাশেমের ছেলে। শ্যালক জুয়েল রানার বাড়ি পুনট পাঁচপাইকা পশ্চিমপাড়ায়। এ ঘটনায় হত্যা মামলা হয়েছে।
কালাই থানার ওসি জাহিদ হোসেন জানান, জুয়েলের বাবা আবুল কাশেম পারিবারিক বিষয় নিয়ে গতকাল সকালে তিন জামাই ও ছেলেকে নিয়ে ঘরোয়া বৈঠকে বসেন। সেখানে ছেলে জুয়েলের চিকিৎসার বিষয়ে আলোচনা হয়। একপর্যায়ে সিদ্ধান্ত হয় জুয়েলকে মাদক পুনর্বাসন কেন্দ্রে পাঠানোর। এতে জুয়েল ক্ষুব্ধ হয়ে দুলাভাইদের গালাগাল করতে থাকেন। জুয়েল বাড়ির বাইরে আসতে চাইলে তিন দুলাভাই তাকে বাধা দেন। তখন তিনি দৌড়ে ঘরের ভিতরে গেলে দুলাভাইয়রাও ঘরে যান। জুয়েল চাকু নিয়ে ঘরের ভিতরেই দুলাভাই সহিফুল ইসলামকে আঘাত করেন। ঘটনাস্থলেই মারা যান তিনি।