গাজীপুরের শ্রীপুরে গাঁজা ও দেশি অস্ত্রসহ মাদক কারবারি বিপ্লব সাধুুকে (৫৫) আটক করেছে যৌথ বাহিনী। মঙ্গলবার দিবাগত রাতে কাওরাইদ বাজারের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। রাতেই যৌথ বাহিনী তাকে শ্রীপুর থানায় সোপর্দ করে। শ্রীপুর থানার ওসি মুহম্মদ আবদুল বারিক বলেন, যৌথ বাহিনী বিপ্লব সাধুর বাড়িতে অভিযান চালিয়ে তিনটি বান্ডিলে এবং স্কচটেপে মোড়ানো সাড়ে চার কেজি গাঁজা উদ্ধার করে।