চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মেয়াদোত্তীর্ণ সার এবং শিশুখাদ্য বিক্রির অপরাধে দুই প্রতিষ্ঠানকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল উপজেলার আনন্দধাম এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এ জরিমানা করে। সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান জানান, মেয়াদোত্তীর্ণ সার বিক্রির অপরাধে ৫০ হাজার টাকা এবং মেয়াদোত্তীর্ণ, মানহীন ও নিম্নমানের শিশুখাদ্য বিক্রির অপরাধে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।