জেলার শিবপুরে স্বাক্ষর জাল করে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের (পিআইও) গ্রামীণ রাস্তাঘাট ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প টিআর/কাবিখার টাকা আত্মসাতের অভিযোগে কার্যসহকারী (প্রজেক্ট) আরিফুল ইসলাম তুহিন ও পিওন আশিককে গ্রেপ্তার করা হয়েছে। তুহিনের বাসা থেকে ৫২ লাখ টাকা জব্দ করা হয়। গতকাল বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন। এর আগে সোমবার রাত ৩টার দিকে তুহিনের বাসায় অভিযান চালায় এনএসআই। ওই সময় তার বাসায় থাকা ৫২ লাখ টাকা উদ্ধার করা হয়। শিবপুর পিআইও অফিস ও এনএসআই সূত্রে জানা যায়, টিআর/কাবিখার প্রকল্প থেকে ভুয়া বিল ভাউচার ও পিআইওর স্বাক্ষর জাল করে ওই টাকা উত্তোলন করে নেন অফিসের কার্যসহকারী (প্রজেক্ট) আরিফুল ইসলাম তুহিন ও পিওন আশিক। এরই মধ্যে ১৫ জুন শিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা টিআর/কাবিখা প্রকল্পে ১৯১টি বিল হিসাবরক্ষণ অফিসে জমা দেন। কিন্তু বাজেট না থাকায় ৮১টি বিল (বাউন্স হয়) ফেরত আসে। বিষয়টি নিয়ে হইচই পড়ে যায়। পরে এনএসআই অনুসন্ধান শুরু করে। ওই সময় ব্যাংকের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে পিআইও অফিসের দুই কর্মচারীর সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া যায়।
শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলতাফ হোসেন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তুহিন ও আশিক স্বাক্ষর জাল করে ৫২ লাখ ৭৮ হাজার টাকা তোলার কথা স্বীকার করেছেন।