গাইবান্ধার সুন্দরগঞ্জের আলোচিত অটোরিকশাচালক আরিফুল মণ্ডল (১৫) হত্যায় জড়িত দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন উপজেলার মন্মথ কালীতলা এলাকার রফিকুল ইসলামের ছেলে মোশাররফ হোসেন মুশফিক (২৩) ও পশ্চিম শিবরাম (বাবুর দিঘির পাড়) এলাকার ছলিম উদ্দিনের ছেলে শান্ত মিয়া (১৫)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দুজনই হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন। গতকাল অতিরিক্ত পুলিশ সুপার মো. শরিফুল ইসলাম সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। তিনি বলেন, সুন্দরগঞ্জ উপজেলার পশ্চিম শিবরাম গ্রামের শহিদুল ইসলাম ম লের ছেলে অটোরিকশাচালক আরিফুল ম ল ২৮ জুন বিকালে অটো নিয়ে ভাড়ার জন্য বাড়ি থেকে বের হয়। পরদিন সকালে উপজেলার সর্বানন্দ ইউনিয়নের চাকলিয়ার বিল থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। পরে শহিদুল বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেন।
অতিরিক্ত পুলিশ সুপার জানান, কথা কাটাকাটির জেরে ২৮ জুন রাতে মুশফিক ও শান্ত আরিফুলকে চাকলিয়ার বিলে নিয়ে যান। সেখানে তাকে অতিরিক্ত গাঁজা সেবন করান। পরে গলায় রশি পেঁচিয়ে দুজন দুই দিকে টেনে ধরে হত্যা নিশ্চিত করেন। লাশ সেখানে রেখে অটোটি চালিয়ে উপজেলার নতুনহাট এলাকার একটি নির্জন স্থানে নিয়ে যান। অটোটি রেখে বিক্রির উদ্দেশ্যে ব্যাটারি খুলে নিয়ে পালিয়ে যান।