দিনাজপুরের চিরিরবন্দরে বিদ্যালয়ের জানালা ভেঙে চুরি হয়েছে। বুধবার রাতে উপজেলার বিশ্বনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। চোর বিদ্যালয়ের সিসিটিভি ক্যামেরা, ওয়াই-ফাই, ইউপিএস, একটি ক্যামেরা, ক্যাবলসহ বিভিন্ন সরঞ্জাম চুরি করে নিয়ে যায়। প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. দেলোয়ার হোসেন মোল্লা বলেন, বিষয়টি শিক্ষা অফিসকে অবহিত করা হয়েছে।