কক্সবাজারের টেকনাফে বিজিবির অভিযানে ইয়াবাসহ এক নারী মাদক কারবারি গ্রেপ্তার হয়েছে। এ সময় তার কাছ থেকে ৮১ হাজার ৩৫৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং ১ লাখ টাকা উদ্ধার করা হয়। গ্রেপ্তার রুজিনা আক্তার (৩৯) উপজেলার সাবরাং ইউনিয়নের করাচিপাড়া এলাকার সোনা মিয়ার স্ত্রী। টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের হাতিয়ার ঘোনা করাচিপাড়া এলাকায় অভিযান চালায় বিজিবির একটি টহল দল। এ সময় সোনা মিয়ার বাসা থেকে ৮১ হাজার ৩৫৫ পিস ইয়াবা এবং ১ লাখ ১ হাজার ৯৭০ টাকাসহ রুজিনা আক্তারকে গ্রেপ্তার করা হয়। অভিযানকালে সোনা মিয়া পালিয়ে যান। মামলা দায়েরের পর উদ্ধার ইয়াবা ও নগদ টাকাসহ রুজিনা আক্তারকে টেকনাফ থানায় সোপর্দ করা হয়েছে।