গাজীপুরের টঙ্গীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে মাহফুজুর রহমান (২১) নামে এক কলেজশিক্ষার্থী খুন হয়েছেন। ঢাকা-ময়মনসিংহ উড়াল সড়কের টঙ্গী বাজার এলাকায় বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ঘটনাটি ঘটে। নিহত মাহফুজুর বরিশাল জেলা সদরের ফরিদ উদ্দিনের ছেলে ও বরিশাল সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের সম্মান প্রথম বর্ষের শিক্ষার্থী। পড়াশোনার পাশাপাশি তিনি টঙ্গী পূর্ব থানা এলাকায় বিসিক ব্লু ফ্যাশন নামে একটি পোশাক কারখানায় কাজ করতেন। থাকতেন আরিচপুর জামাইবাজার এলাকায় ভাড়া বাসায়। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাতে বিআরটির উড়াল সড়কের আবদুল্লাহপুর নেমে হেঁটে টঙ্গীবাজার সেনাকল্যাণ ভবনের দিকে যাচ্ছিলেন মাহফুজুর। সওজ অফিসের সামনে পৌঁছামাত্র ছিনতাইকারীরা তার পথরোধ করে টাকা-মোবাইল ফোন নেওয়ার চেষ্টা করে। তিনি বাধা দিলে ছিনতাইকারীরা এলোপাতাড়ি ছুরি মেরে সব লুটে নেয়। মাহফুজের চিৎকারে মহাসড়কে ডিউটিরত পুলিশ সদস্যরা তাকে উদ্ধার করে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। টঙ্গী পশ্চিম থানার ওসি ইসকান্দার হাবিবুর রহমান বলেন, লাশ গাজীপুর মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা করা হয়েছে। এদিকে গাজীপুর সিটি করপোরেশনের ধীরাশ্রম এলাকায় গৃহবধূকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। অভিযুক্ত স্বামী মোস্তফাকে পুলিশে সোপর্দ করেছেন এলাকাবাসী। খুনের ঘটনা ঘটে বুধবার রাত ১০টার। নিহত গৃহবধূ সালমা খাতুন পশ্চিম ধীরাশ্রম ফুলবাড়িয়া গ্রামের করম আলির মেয়ে। তার স্বামী মোস্তফা ঢাকার কেরানীগঞ্জ এলাকার বাসিন্দা। তিনি ১০ বছর ধরে পশ্চিম ধীরাশ্রম এলাকায় বসবাস করছেন। জিএমপি সদর থানার ওসি মেহেদী হাসান জানান, ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে এ হত্যাকাণ্ড। সালমার মাথায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন দেখা গেছে।
শিরোনাম
- বাসের রেষারেষিতে জাবি শিক্ষার্থীর বাবার মৃত্যু, মৌমিতার ১০ বাস আটক
- লুট হওয়া অস্ত্রসহ ডাকাত গ্রেফতার
- কাপ্তাই হ্রদে পানি বৃদ্ধি পাওয়ায় বেড়েছে বিদ্যুৎ উৎপাদন
- রামপুরায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
- শিবচরে সরকারি হাসপাতালে রোগীদের খাবার দিতে বিলম্ব, স্বজনদের ক্ষোভ
- ডেমরায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী যুবক নিহত
- কারাগারে আবুল বারকাত
- চুরি-ডাকাতি ও চাঁদাবাজির প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন
- সাফে শ্রীলঙ্কাকে ৯ গোলে বিধ্বস্ত করলো বাংলাদেশ
- শিবচরে আড়িয়াল খাঁ নদের সেতুর কাছে ভাঙছে পাড়
- বিদেশি নারী ধর্ষণ: কে-পপ তারকার সাজা অর্ধেক করল আদাল
- আওয়ামী লীগ জাতীয় সংসদকে অপবিত্র করেছে : আলাল
- হিলি স্থলবন্দর দিয়ে আট মাস পর কাঁচামরিচ আমদানি শুরু
- এসএসসিতে গোপালগঞ্জে সেরা ‘রাবেয়া-আলী গার্লস স্কুল অ্যান্ড কলেজ’
- রাজবাড়ীতে ওজোপাডিকোর কর্মচারী গ্রেফতার
- উরি র্যাঙ্কিংয়ে ফের শীর্ষে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়
- শেরপুর সীমান্ত দিয়ে ভারত থেকে ১০ জনকে পুশইন
- টঙ্গীতে ছিনতাইকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন
- প্রথমবারের মতো সৌর শক্তি ইইউ’র বৃহত্তম একক শক্তির উৎসে পরিণত
- গাইবান্ধার দুই এমপিওভুক্ত বিদ্যালয়ে এসএসসিতে শতভাগ ফেল