বৈরী আবহাওয়ায় বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে এফবি সাইকুল নামের একটি ট্রলার ডুবে যায়। এরপর তিন দিন ধরে ট্রলারে থাকা ১২ জন জেলে পানিতে ভাসছিলেন। গতকাল ভোর ৫টার দিকে তাদের জীবিত উদ্ধার করা হয়েছে। পাথরঘাটার ইউএনও মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। উদ্ধার জেলেদের মধ্যে রয়েছেন- কবির মাঝি, এবাদত, শাহ আলম, শরীফ, নুরুল হক, আলামিন, রাসেল, মুনসুর, ইব্রাহিম, কবির হিয়ালী, গোপাল ও সোহাগ। তাদের বাড়ি পাথরঘাটার বিভিন্ন গ্রামে। পাথরঘাটা ট্রলার মালিক সমিতির সভাপতি চৌধুরী গোলাম মোস্তফা বাংলাদেশ প্রতিদিনকে জানান, উদ্ধার জেলেরা চরমোমতাজ পুলিশ ফাঁড়িতে অবস্থান করছেন। ট্রলার মালিক পাথরঘাটা উপজেলার খলিফারহাট এলাকার আলমগীর খলিফা জানান, তার ট্রলারটি গত সোমবার মাছ শিকার করতে সাগরে যায়। বৈরী আবহাওয়ায় মাছ ধরতে না পেরে ঘাটে ফেরার সিদ্ধান্ত নেয়। ফেরার পথে ট্রলারটি মঙ্গলবার সকালে পায়রাবন্দর সংলগ্ন বাইশদা বয়া এলাকায় ডুবে যায়। ট্রলারের জেলেরা তিন দিন ধরে নিখোঁজ ছিলেন।
বৃহস্পতিবার সকালে অপর দুটি ট্রলারের জেলেরা তাদের ভাসতে দেখেন। জেলেদের ভোলার চরমোন্তাজ স্বাস্থ্য কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।