নোয়াখালীর হাতিয়ায় ভূমিহীন ও কৃষকদের কাছে চাঁদা না পেয়ে জমি চাষাবাদে বাধা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। প্রতিবাদে গতকাল হাতিয়া উপজেলা পরিষদ প্রাঙ্গণে তমরদ্দি ইউনিয়নের সর্বস্তরের জনগণের ব্যানারে মানববন্ধন করেছেন স্থানীয় ভূমিহীন ও কৃষকরা। মানববন্ধন শেষে জীবনের নিরাপত্তা, চাষাবাদ বন্ধের ষড়যন্ত্র রোধসহ বিভিন্ন দাবিতে ইউএনও বরাবর স্মারকলিপি দেন।
মানববন্ধনে বক্তারা বলেন, উপজেলার চরআতাউরের বাসিন্দারা ভূমিহীন পরিবারের সদস্য। বর্ষা মৌসুম শুরু থেকে চরে চাষাবাদের জন্য তারা প্রস্তুতি নেন। প্রশাসনের সঙ্গে কথা বলে চরের দক্ষিণ পাশে নির্দিষ্ট এলাকায় চাষাবাদ শুরুও করেন। একটি গ্রুপ চর দখলের ষড়যন্ত্রে লিপ্ত। তারা ভূমিহীনদের চাষাবাদ বন্ধ করতে বিভিন্নভাবে চাপ দেন। তাদের চাঁদা দিয়ে চাষাবাদ করতে হবে বলে হুমকি দেন। চর দখলের অপচেষ্টা বন্ধ না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়ে অভিযুক্তদের আইনের আওতায় আনার দাবি জানান তারা। হাতিয়ার ইউএনও মো. আলাউদ্দিন জানান, চর আতাউরে যাদের কোনো কাগজ নেই, বন্দোবস্তোর জায়গা নেই তারা ওই জায়গা দখলের পাঁয়তারা করছেন। ইতোমধ্যে সব পক্ষকে মাইকিং ও গণবিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিয়েছি অবৈধ দখল করলে সমস্যায় পড়বে।