দিনাজপুরে চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। সিরাজগঞ্জে খাটের নিচে পাওয়া গেছে শিশু বস্তাবন্দি লাশ। প্রতিনিধিদের খবর-
দিনাজপুর : চুরির অভিযোগে দিনাজপুরের হাকিমপুরে বাবলু হোসেন নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। হাকিমপুর উপজেলার মালেপাড়া থেকে শনিবার সন্ধ্যায় তার লাশ উদ্ধার করে পুলিশ। বাবলু (৩২) হাকিমপুর উপজেলার চুড়িপট্টির দক্ষিণ বাসুদেবপুর মহল্লার আবদুল খালেকের ছেলে। তিনি আতর ও টুপি বিক্রি করতেন দাবি পরিবারের। এ ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের কামারখন্দে হাজেরা খাতুন (৭) নামে এক শিশুকন্যাকে হত্যার পর বস্তায় ভরে খাটের নিচে রেখে পালানোর অভিযোগ উঠেছে সৎমায়ের বিরুদ্ধে। গতকাল দুপুরে এ ঘটনা ঘটে। রাত ৯টার দিকে পুলিশ বস্তাবন্দি অবস্থায় লাশ উদ্ধার করে। শিশু হাজেরা খাতুন উপজেলার কুটিরচর এলাকার হারুনার রশিদের মেয়ে ও প্রথম শ্রেণির ছাত্রী।
শিশুর দাদি জানান, সাত বছর আগে হাজেরার মা অন্যের সঙ্গে পালিয়ে যায়। এরপর বাবা হারুনার রশিদ রুবি খাতুনকে বিয়ে করে। হাজেরা সৎমা-বাবার সঙ্গে থাকত। রবিবার দুপুরে হাজেরা স্কুল থেকে ফেরার পর রুবি ওষুধ আনার কথা বলে তার নিজের দুই সন্তান রেখে বাইরে যায়। সন্ধ্যাও সে ফেরেনি। হাজেরাকেও খুঁজে পাওয়া যাচ্ছিল না। তাকে খোঁজাখুঁজির একপর্যায়ে খাটের নিচে বালতির মধ্যে বস্তাবন্দি লাশ দেখতে পান।