মেহেরপুর মুজিবনগর উপজেলার গৌরিনগর আলগা গাড়ির মাঠে ৬০০ বিঘা জমির ফসল পানিতে তলিয়ে গেছে। চার দিন ধরে এসব জমির ফসল তলিয়ে থাকলেও ব্যবস্থা নেইনি প্রশাসন। স্থানীয়দের অভিযোগ, মুজিবনগর উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ ও তার ভাই আবদুস সালাম পুকুরে মাছ চাষের জন্য পানি নিষ্কাশনের একমাত্র কালভার্ট ভরাট করেছেন। ফলে বৃষ্টির পানিতে মাঠে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। অনেক জমির ধান সম্পূর্ণ ডুবে গেছে। কিছু জমির পাটগাছে গোড়া পচা রোগ ছড়িয়ে পড়েছে। উপজেলা প্রশাসনকে জানিয়েও প্রতিকার পাচ্ছে না। আবুল কালাম আজাদ ও আবদুস সালাম বলেন, নিজস্ব জমিতে পুকুর কেটে মাছ চাষ করছি। তাদের সুবিধা-তো আমরা দেখব। গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা পলাশ মণ্ডল বলেন, লোক পাঠিয়ে খোঁজ নেওয়া হচ্ছে। কেউ বেআইনিভাবে পানি চলাচলে বাধা দিলে ব্যবস্থা নেওয়া হবে। কৃষক কুতুবদ্দিন মণ্ডল বলেন, চার বছর আগে আবুল কালাম ও তার ভাই মাছ চাষের জন্য পুকুর কাটে। তখন পানি নিষ্কাশনের কালভার্ট বন্ধ করে দেন। এরপর থেকে প্রতি বছর ভারি বর্ষণে ফসল ডুবে যায়। এবার আগাম বৃষ্টিতে ফসল তলিয়ে গেছে। আমরা এর সমাধান চাই।
চাষি ফকির মিয়া বলেন, আমাদের সব ফসল এখন পানির নিচে। কয়েক দিন পানি থাকলে পুরো মাঠের ফসলই নষ্ট হয়ে যাবে। আগাম ব্যবস্থা না নিলে আমরা নিঃস্ব হয়ে যাব। ফিরোজ নামে এক কৃষক বলেন, আমরা ছোট বেলা থেকে দেখে আসছি আমার বাপ-দাদারা এখানে চাষ করতেন। এখান দিয়ে পানি চলাচলের ব্যবস্থা ছিল। আজাদ ও তার ভাই পুকুর কেটে পানি নিষ্কাশনের কালভার্ট বন্ধ করে দিয়েছেন। এ কালভার্টটি খুলে দিলেই কেবল শত শত বিঘা জমির ফসল বাঁচবে।