দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনির ভূগর্ভে কয়লা উত্তোলনের ফলে খনি সংলগ্ন ক্ষতিগ্রস্ত গ্রামবাসীর ক্ষতিপূরণ না দেওয়ার কারণে বড়পুকুরিয়া এলাকায় খনি কর্তৃপক্ষের অবাধ প্রবেশ ঠেকাতে জমিতে লাল পতাকা টানিয়েছেন এলাকাবাসী। গতকাল সকালে এলাকার কৃষি ও বসতবাড়ি রক্ষা কমিটির যৌথ উদ্যোগে কয়লাখনির পূর্ব পাশে এ কর্মসূচি পালন করা হয়। এতে লাল পতাকা হাতে অংশ নেন বাঁশপুকুর কাজীপাড়া ও চৌহাটি গ্রামের কয়েক শ মানুষ। গ্রামবাসী জানান, পাঁচ দফা দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে আসছেন তারা। কয়লাখনির মহাব্যবস্থাপক খান মো. জাফর সাদিক জানান, বিষয়টি সমাধানের চেষ্টা করব।