নরসিংদীতে যুবককে বাড়িতে আটকে রেখে নির্যাতন করে হত্যার অভিযোগ উঠেছে। এ ছাড়া সিরাজগঞ্জ ও কক্সবাজারে উদ্ধার করা হয়েছে তিনজনের লাশ। প্রতিনিধিদের পাঠানো খবর-নরসিংদী : জেলার শিলমান্দীতে মাদকব্যবসায়ীর বাড়িতে সাজিদ হোসেন (২২) নামে এক যুবককে আটকে রেখে নির্মম নির্যাতনে হত্যার অভিযোগ উঠেছে। পুলিশ গতকাল সকালে লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠায়। শিলমান্দী ইউনিয়নের বাগহাটা টেকপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। সাজিদ ওই এলাকার আবদুল আজিজের ছেলে। জানা যায়, কয়েকদিন ধরে এলাকার চিহ্নিত মাদক কারবারি দুলাল সাজিদকে আটকে রাখেন। রবিবার দিবাগত রাত ২টার দিকে সাজিদের মা খবর পেয়ে দুলালের বাড়িতে যান। তখন দুলাল ও তার পরিবারের সদস্যরা বাড়ির গেটে তালা লাগিয়ে পালিয়ে যান। স্বজনরা তালা ভেঙে ঢুকে ঘরে সাজিদের লাশ পড়ে থাকতে দেখে থানায় জানান। সাজিদের মা মুসলেমা বেগম বলেন, সাজিদ আমার একমাত্র ছেলে। তাকে নিষ্ঠুরভাবে হত্যা করা হয়েছে। আমরা এর বিচার চাই। নরসিংদী সদর মডেল থানার ওসি এমদাদুল হক জানান, নিহত যুবকের বিরুদ্ধেও একাধিক মাদক মামলা রয়েছে। যাদের বাড়িতে লাশ পাওয়া গেছে তারাও চিহ্নিত মাদক কারবারি। বিষয়টির তদন্ত ও অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। সিরাজগঞ্জ : সদর ও তাড়াশ উপজেলা থেকে গতকাল দুই যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তাড়াশে উদ্ধার লাশের পরিচয় জানা গেছে। তার নাম মো. শান্ত (২০)। তিনি ঈশ্বরপুর গ্রামের শরিফুল ইসলামের ছেলে। নরসুন্দরের কাজ করতেন। সদরের সয়বাদবাদ রেল স্টেশনের পাশ থেকে উদ্ধার যুবকের পরিচয় জানা যায়নি। তার আনুমানিক বয়স ৩৫ বছর। মাথা ও পায়ে আঘাতের চিহ্ন রয়েছে। কক্সবাজার : চকরিয়া উপজেলার বড়ুয়াপাড়ার একটি শ্মশান থেকে সুমন (২৯) নামে এক যুবকের লাশ গতকাল উদ্ধার করেছে পুলিশ। সুমন ওই এলাকার সচিন্দ্র বড়ুয়ার ছেলে ও পেশায় রাজমিস্ত্রি। চকরিয়া থানার ওসি জানান, লাশ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
শিরোনাম
- সেলফির নেশায় মৃত্যু: ভারত ও যুক্তরাষ্ট্র শীর্ষে
- উড্ডয়নের পরই ইঞ্জিনে আগুন, মাঝ-আকাশে বিমানে আতঙ্ক
- আরও দুই হাজার চিকিৎসক নিয়োগের সুপারিশ জনপ্রশাসন মন্ত্রণালয়ে
- ৯৯ বছরের তাপমাত্রার রেকর্ড ভাঙল এশিয়া
- ফোরজিতে ন্যূনতম ডাউনলোড গতি ১০ এমবিপিএস নির্ধারণ
- ছেলের জন্মদিনের উপহার নিয়ে ঝগড়া, স্ত্রী ও শাশুড়িকে হত্যা করল স্বামী
- গাজা যুদ্ধে ৯০০ ইসরায়েলি সেনা নিহত
- তীব্র গরমে এশিয়া কাপের সূচিতে বড় পরিবর্তন
- চীনে পৌঁছেছেন পুতিন
- দিনের তাপমাত্রা বাড়লেও ঢাকায় হতে পারে বৃষ্টি
- একাদশ শ্রেণিতে ভর্তির শেষ ধাপে আবেদন শুরু
- প্রধান উপদেষ্টার সঙ্গে ৩ দলের বৈঠক আজ
- বৈশ্বিক তালিকায় এক ধাপ পেছাল চট্টগ্রাম বন্দর
- মধ্যরাতে চবি শিক্ষার্থী ও স্থানীয়দের সংঘর্ষে আহত ৬০
- গাজা সিটি থেকে নিরাপদ গণউচ্ছেদ ‘অসম্ভব’: রেড ক্রস প্রধান
- ব্রিটেনে অভিবাসনপ্রত্যাশীদের বিক্ষোভ থেকে গ্রেফতার ৩
- মধ্যরাতে চবি এলাকায় শিক্ষার্থী ও স্থানীয়দের সংঘর্ষ
- সামাজিক মাধ্যমে ট্রাম্পের মৃত্যুর গুজব
- চবিতে প্রকৌশল শিক্ষার্থীদের প্রতি সংহতি জানিয়ে মশাল মিছিল
- এলডিসি গ্র্যাজুয়েশন বিতর্কে বিজয়ী কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ