নেত্রকোনার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৬৫ বোতল ভারতীয় মদসহ একটি অটোভ্যান জব্দ করেছে বিজিবি। গতকাল বিকালে ৩১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ এস এম কামরুজ্জামান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ৩১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক জানান, জব্দ করা ভারতীয় মদ নেত্রকোনার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে জমা দেওয়া হবে।