নেত্রকোনার কলমাকান্দার সীমান্তঘেঁষা একটি পুকুর থেকে প্রায় আট ফুট লম্বা একটি অজগর উদ্ধার করা হয়েছে। গতকাল উপজেলার খারনৈ ইউনিয়নের উত্তর রানীগাঁও দমদমা গ্রামের একটি পুকুর থেকে সাপটি উদ্ধার করা হয়। স্থানীয়দের ধারণা, ভারতের মেঘালয় পাহাড় থেকে খাবারের সন্ধানে নেমে এসেছে সাপটি। স্থানীয়রা জানান, মনোগিরি হাজংয়ের পুকুর পাড়ে অজগরটি দেখতে পান এক ব্যক্তি। পরে তার ডাকচিৎকারে স্থানীয়রা এসে অজগরটি উদ্ধার করেন। কলমাকান্দা থানার ওসি মোহাম্মদ লুৎফুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।