নেত্রকোনায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু হয়েছে। তার বয়স আনুমানিক ৬০ বছর। গতকাল বিকালে বাংলা স্টেশনের পার্শ¦বর্তী কৃষ্ণপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে খবর পেয়ে রেলওয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়মনসিংহ রেলওয়ে থানায় নিয়ে যায়। স্থানীয় ও রেলওয়ে পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা মোহনগঞ্জগামী মহুয়া কমিউটার ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয় ওই নারী। স্থানীয়দের কাছে খবর পেয়ে মোহনগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির সদস্যরা লাশটি উদ্ধার করে। মোহনগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই (নিরস্ত্র) মোবারক হোসেন বলেন, নিহতের নামপরিচয় শনাক্ত করা যায়নি।